বিপিএলের এবারের আসর দর্শকদের ব্যাপক সাড়া ফেললেও নানা বিতর্কও তৈরি হয়েছে। সবচেয়ে বেশি আলোচিত হয়েছে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পাওনা না পাওয়া এবং ম্যাচ ফিক্সিং সন্দেহ।
ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির গড়িমসি, প্রতিশ্রুতি দিয়েও অর্থ পরিশোধ না করা এবং ফিক্সিংসহ অন্যান্য অনিয়ম খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সাবেক বিচারপতি মির্জা হোসেন হায়দারকে আহ্বায়ক করে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে থাকছেন সাবেক জাতীয় ক্রিকেটার শাকিল কাসেম এবং আইন বিশেষজ্ঞ খালেদ এইচ চৌধুরী। কমিটি দ্রুততম সময়ে অনুসন্ধান চালিয়ে বিসিবিকে তাদের প্রতিবেদন দাখিল করবে।
মন্তব্য করুন