শেষ মুহূর্তের রোমাঞ্চ ছড়িয়ে বিপিএলের কোয়ালিফায়ারে জায়গা করে নিল চিটাগাং কিংস! লিগ পর্বের শেষ ম্যাচে ফরচুন বরিশালকে ২৪ রানে হারিয়ে নিশ্চিত করল শীর্ষ দুইয়ে থাকার জায়গা। ফলে ৩ ফেব্রুয়ারির কোয়ালিফায়ারে বরিশালের মুখোমুখি হবে তারা, আর রানরেটের ব্যবধানে পিছিয়ে পড়ে এলিমিনেটরে খেলতে হবে রংপুর রাইডার্সকে।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে লিগ পর্বের শেষ ম্যাচে ব্যাটিংয়ে ঝড় তুলেছে চিটাগাং কিংস। ইনিংসের শুরু থেকেই আগ্রাসী ছিলেন পারভেজ হোসেন ইমন। দুর্দান্ত সব শট খেলতে খেলতে তিনি পৌঁছান ৪১ বলে ৭৫ রানের ইনিংসে। তাকে যোগ্য সঙ্গ দেন গ্রাহাম ক্লার্ক (২৬) ও খাজা নাফি (২১)।
ইমনের বিদায়ের পর হায়দার আলী (২৩ বলে ৪২) ও শামীম পাটোয়ারী (১২ বলে ৩০) রান তোলার গতি আরও বাড়ান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ২০৬ রানের পাহাড় গড়ে চিটাগাং কিংস।
জয়ের জন্য ২০৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় ফরচুন বরিশাল। ওপেনার তামিম ইকবাল শূন্য রানে বিদায় নিলে চাপে পড়ে যায় দল। আরেক ওপেনার তাওহীদ হৃদয়ও পারেননি বড় ইনিংস খেলতে। তবে ডেভিড মালান ব্যাট হাতে আশা জাগান। ৩৪ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংস খেলে মুশফিকুর রহিমের (২৭) সঙ্গে ৫৩ রানের জুটি গড়েন তিনি।
কিন্তু চিটাগাংয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে যায় বরিশাল। আলিস আল ইসলাম ও বিনুরা ফার্নান্দো বারবার চেপে ধরেছেন প্রতিপক্ষকে। শেষদিকে মাহমুদউল্লাহ রিয়াদ ৪১ রানের ইনিংস খেললেও তা যথেষ্ট হয়নি। বরিশালের ইনিংস শেষ হয় ১৮২ রানে, ২৪ রানে জয়ী চিটাগাং কিংস।
এই জয়ের ফলে চিটাগাং কিংস ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থেকে কোয়ালিফায়ারে উঠল। সেখানে তাদের প্রতিপক্ষ টেবিল টপার ফরচুন বরিশাল। অন্যদিকে, রংপুর রাইডার্সকে এলিমিনেটরে লড়তে হবে খুলনা টাইগার্সের বিপক্ষে। এখন দেখার বিষয়, কে নিশ্চিত করবে ফাইনালের টিকিট, আর কার স্বপ্ন থামবে এলিমিনেটরে?
মন্তব্য করুন