স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

স্পিনারদের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করল অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্ট মাত্র চার দিনেই জিতে নিল অস্ট্রেলিয়া! দুই ইনিংস মিলিয়ে ১৬ উইকেট শিকার করে ম্যাথু কুহনেমান ও নাথান লায়ন অজিদের রেকর্ড জয় এনে দেন। ব্যাটিংয়ে উসমান খাজার দ্বিশতক ও স্টিভেন স্মিথের সেঞ্চুরির পর বল হাতে এই স্পিন জুটির দাপটেই এক ইনিংস ও ২৪২ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।

প্রথম ইনিংসে মাত্র ১৬৫ রানে অলআউট হওয়ার পর শ্রীলঙ্কা চেয়েছিল ফলো-অন এড়াতে। কিন্তু সকালে ১৩৬/৫ নিয়ে ব্যাট করতে নেমে মাত্র আধ ঘণ্টার মধ্যেই গুটিয়ে যায় তারা। কুহনেমানের ঘূর্ণিতে কুশল মেন্ডিস ও লায়নের শিকার হয়ে ফিরে যান চান্দিমাল, এরপর দ্রুতই শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস।

ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসেও শ্রীলঙ্কার শুরু হয় ভয়াবহ! মিচেল স্টার্ক দ্বিতীয় ওভারেই ইনসুইং ইয়র্কারে ওশাদা ফার্নান্দোকে এলবিডব্লিউ করে ফেরান। পরের ওভারেই দিমুথ করুণারত্নে শোল্ডার আর্মস করতে গিয়ে বোল্ড!

৬ রানে ২ উইকেট হারানোর পর চান্দিমাল ও ম্যাথুজ মিলে ৬৯ রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেন। তবে লাঞ্চের ঠিক আগে লায়নের ঘূর্ণিতে ফেরেন চান্দিমাল, যা শ্রীলঙ্কার ম্যাচ থেকে ছিটকে যাওয়ার বার্তাই দিয়ে দেয়।

বিরতির পর কামিন্দু মেন্ডিস কিছুটা আগ্রাসী ব্যাটিং করেন, মাত্র ২৬ বলে ৩২ রান করেন তিনি। কিন্তু কুহনেমানের বল উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন। পরের বলেই ম্যাথুজকে বোকা বানিয়ে ক্যাচ আদায় করেন লিয়ন, যা শ্রীলঙ্কার লড়াইয়ের শেষ আশা শেষ করে দেয়।

ধনাঞ্জয়া ডি সিলভা ও কুশল মেন্ডিস এরপর ৬৫ রানের একমাত্র প্রতিরোধ গড়ে শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসের স্কোর ছাড়িয়ে নিয়ে যান। কিন্তু ধনাঞ্জয়া অযথা বড় শট খেলতে গিয়ে কুহনেমানের শিকার হন, এরপর কুশলও লায়নের বলে স্টাম্পিং হন।

শেষদিকে জেফরি ভান্ডারসে কিছুটা লড়াই করেন, মাত্র ৪৭ বলে ৫৩ রান করেন তিনি। লায়ন ও কুহনেমানের বিপক্ষে দুটি বিশাল ছক্কায় টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি পূর্ণ করেন তিনি। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি, পরের বলেই কুহনেমানের শিকার হন, আর শ্রীলঙ্কা ২৪৭ রানেই গুটিয়ে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় পরাজয় বরণ করতে হলো লঙ্কানদের।

অস্ট্রেলিয়ার স্পিনাররা গল টেস্টে অসাধারণ পারফরম্যান্স করেছে। কুহনেমান ও লায়ন ১৬ উইকেট শিকার করেছেন, যা দ্বীপদেশের মাটিতে সফরকারী স্পিন জুটির অন্যতম সেরা বোলিং পারফরম্যান্স।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ৬৫৪/৬ ডি (উসমান খাজা ২৩২, স্টিভেন স্মিথ ১৪১, জশ ইংলিস ১০২; জেফরি ভান্ডারসে ৩-১৮২, প্রবাথ জয়াসুরিয়া ৩-১৯৩) শ্রীলঙ্কা ১৬৫ & ২৪৭ (ফলো-অন) (জেফরি ভান্ডারসে ৫৩; নাথান লিয়ন ৪-৭৮, ম্যাথু কুহনেমান ৪-৮৬) ফল: অস্ট্রেলিয়া এক ইনিংস ও ২৪২ রানে জয়ী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সুরভির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রেমে সাড়া না পেয়ে স্কুলছাত্রীকে অপহরণ

মুন্সীগঞ্জে পুলিশ-ডাকাত দলের গুলি বিনিময়, আহত ২

বিবৃতি প্রত্যাখ্যান, তিতুমীর শিক্ষার্থীদের অনশন ‘চলবে’

বাকাএভের সভাপতি মাহবুব আলম, মহাসচিব তানভীর আহমেদ

সাইফউদ্দিন ইস্যুতে আকুকে সহযোগিতার আশ্বাস রংপুরের

গুলশান-১ সড়ক অবরোধ করলেন তিতুমীরের শিক্ষার্থীরা

চসিকের উদ্যোগে বইমেলা শুরু

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৭

১০

জগন্নাথ হলের সরস্বতী পূজায় থাকছে ৭৩ বিভাগ-ইনস্টিটিউটের মণ্ডপ

১১

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে দুই যুবককে গুলি করে ‘হত্যা’

১২

জাতীয় ও স্থানীয় নির্বাচনে সর্বশক্তি নিয়োগ করবে জামায়াত : এটিএম মাছুম

১৩

বাসস এমডিকে ডিইউজের ৭২ ঘণ্টার আলটিমেটাম

১৪

মুক্তি পেলেন ১৮৩ ফিলিস্তিনি

১৫

ফিক্সিং ইস্যুতে স্বাধীন তদন্ত কমিটি গঠনের পথে বিসিবি

১৬

ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে : নুর

১৭

পানিতে লাশের পাশে পড়েছিল মোটরসাইকেল

১৮

কৃষক লীগ নেতাকে বেঁধে রাখলেন এলাকাবাসী

১৯

‘জামায়াতের সমর্থন ছাড়া কেউই সরকার গঠন করতে পারবে না’

২০
X