ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান ৩৪ বছরের জয়-খরা ঘুচিয়ে পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়লেন। মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ওয়ারিকানের বিধ্বংসী বোলিংয়ে ১২০ রানের দুর্দান্ত জয়ে সমতা ফেরালো ক্যারিবীয়রা। দ্বিতীয় ইনিংসে ওয়ারিকানের ঘূর্ণিতে পাকিস্তান ১৩৩ রানে গুটিয়ে যায়, যা তাদের লক্ষ্য ২৫৪ রানের চেয়ে অনেক কম।
ম্যাচের তৃতীয় দিনে পাকিস্তান ৭৬/৪ স্কোর নিয়ে ব্যাটিং শুরু করলেও ক্যারিবীয় স্পিনারদের তোপে মাত্র ৫৭ রান যোগ করতেই তাদের ইনিংস শেষ হয়ে যায়। দিনের শুরুতেই কেভিন সিনক্লেয়ার প্রথম সাফল্য এনে দেন, যখন সৌদ শাকিল তার তৃতীয় বলেই স্লিপে ক্যাচ দিয়ে বসেন। পরের বলেই ওয়ারিকানের জাদুকরী ডেলিভারিতে বোল্ড হন নাইটওয়াচম্যান কাশিফ আলী, তখনও পাকিস্তানের দিনের খাতায় কোন রান যোগ হয়নি।
পরে মোহাম্মদ রিজওয়ান এবং সালমান আগা কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। মাত্র ৩৯ রানের জুটি গড়ার পর ওয়ারিকানের বলে এলবিডব্লিউ হন সালমান। এরপর দ্রুতই রিজওয়ানও বোল্ড হয়ে ফেরত গেলে পাকিস্তানের পরাজয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।
নোমান আলি গুদাকেশ মোতিকে ছক্কা হাঁকিয়ে আক্রমণাত্মক কিছুর ইঙ্গিত দিলেও, পরের বলেই ক্যাচ তুলে দেন ওয়ারিকানের হাতে। এরপর সাজিদ খান ভেতরের দিকে টেনে আনা ডেলিভারিতে বোল্ড হলে, ওয়ারিকান তার পাঁচ উইকেট পূর্ণ করেন এবং দীর্ঘ প্রতীক্ষিত জয় নিশ্চিত করেন ওয়েস্ট ইন্ডিজের।
ম্যাচের সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ১৬৩ (গুদাকেশ মোতি ৫৫, জোমেল ওয়ারিকান ৩৬*; নোমান আলি ৬/৪২) এবং ২৪৪ (ক্রেইগ ব্র্যাথওয়েট ৫২; সাজিদ খান ৪/৭৬, নোমান আলি ৪/৮০)
পাকিস্তান: ১৫৪ (মোহাম্মদ রিজওয়ান ৪৯; জোমেল ওয়ারিকান ৪/৪৩, গুদাকেশ মোতি ৩/৪৯) এবং ১৩৩ (বাবর আজম ৩১, মোহাম্মদ রিজওয়ান ২৫; জোমেল ওয়ারিকান ৫/২৭, কেভিন সিনক্লেয়ার ৩/৬১)
ফলাফল: ওয়েস্ট ইন্ডিজ ১২০ রানে জয়ী।
মন্তব্য করুন