চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য দুবাইয়ের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে তাদের মূল অভিযান শুরু করবে। তবে তার আগেই, প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে পারে দুই দল এমনটাই দাবি ভারতীয় গণমাধ্যমের।
ভারতীয় গণমাধ্যম ‘দৈনিক জাগরণ’-এর প্রতিবেদন অনুযায়ী, ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ অথবা সংযুক্ত আরব আমিরাত (ইউএআই)। আইসিসি এখনো ম্যাচের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি, তবে একটি কর্মকর্তা জানিয়েছেন যে, ‘ভারত তাদের সব ম্যাচ দুবাইয়ে খেলবে, তাই প্রস্তুতি ম্যাচ নিয়ে আলোচনা চলছে।’
পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হলেও ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের কারণে বিসিসিআই সরকারিভাবে অনুমতি পায়নি। তাই রোহিত শর্মার দল তাদের সব ম্যাচ দুবাইয়ে খেলবে। বাংলাদেশ ভারতেরই গ্রুপে রয়েছে এবং দুদল একই সময় দুবাইয়ে থাকবে, ফলে প্রস্তুতি ম্যাচে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা প্রবল।
তবে যদি ভারত-বাংলাদেশ ম্যাচ আয়োজন সম্ভব না হয়, তাহলে স্বাগতিক আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলার সম্ভাবনাও রয়েছে, যদিও তারা চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিচ্ছে না।
দুবাইয়ে প্রস্তুতি ম্যাচের পাশাপাশি ভারত ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজও খেলবে। বর্তমানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি দুই দল। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ, যেখানে পুরো শক্তির ভারতীয় দল (ইনজুরির কারণে জাসপ্রিত বুমরাহ বাদে) অংশ নেবে।
মন্তব্য করুন