গঠনতন্ত্র সংশোধন কমিটির কার্যক্রম স্থগিত করেছে বিসিবির পরিচালনা পর্ষদ। গত শনিবার ১৭তম বোর্ড সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে বর্তমান প্রেসিডেন্ট ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ড। ক্লাবের স্বার্থ রক্ষার সিদ্ধান্তের পর অবশেষে মাঠে ক্রিকেটে ফিরতে যাচ্ছে ঢাকার ক্লাবগুলো। প্রথম বিভাগ ক্রিকেট লিগ সামনে রেখে আগামীকাল সোমবার (২৬ জানুয়ারি) ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) বসতে যাচ্ছেন তারা। সিসিডিএম থেকে ক্লাবগুলোকে বলা হয়েছে, লিগ শুরুর সম্ভাব্য তারিখ ২৯ জানুয়ারি বুধবার।
বৈঠকের বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, লিগ স্থগিত হওয়াতে ক্লাব ও ক্রিকেটাররা ক্ষতির সম্মুখীন হয়েছে। সেজন্যই কীভাবে লিগ দ্রুত শুরু করে সুন্দরভাবে শেষ করা যায়, তা নিয়ে আলোচনা করবে তারা। কেননা, এরপর প্রিমিয়ার লিগের প্রস্তুতি নিতে হবে। সবমিলিয়ে দ্রুত সময়ে লিগ শেষ করতে কি কি করা যায়, সেসব নিয়ে সিসিডিএমের সঙ্গে আলাপ করবে তারা।
গত ২০ জানুয়ারি থেকে মাঠে গড়ানোর কথা ছিল প্রথম বিভাগ ক্রিকেট লিগ। তবে সে সময় সামনে এসেছিল বিসিবির গঠনতন্ত্রে সংশোধনীতে ক্লাবগুলোর কাউন্সিলর ও পরিচালক সংখ্যা হ্রাসের পরিকল্পনার কথা। এরপর ৭৬টি ক্লাবের সমন্বয়ে বৈঠকের পর সিদ্ধান্ত হয়, এমন প্রস্তাবনা বাতিল না করা পর্যন্ত প্রথম বিভাগ লিগ বয়কটের। ক্লাবগুলোর এমন সিদ্ধান্তের পর স্থগিত হয়ে যায় লিগও। ক্যাম্প ছেড়ে নিজ নিজ জেলায় ফিরে যান ক্রিকেটারদের অনেকেই। আর্থিক নিরাপত্তাজনিত শঙ্কা থেকে প্রেসিডেন্ট ফারুক আহমেদের সঙ্গে দেখাও করেছিলেন খেলোয়াড়দের একাংশ। সবকিছু বিবেচনায় নিয়ে আপাতত সংশোধন কমিটির সব কার্যক্রমই স্থগিত করেছে বোর্ড। একই সঙ্গে এই কমিটিতে সব পক্ষের প্রতিনিধি রাখার প্রয়োজনীয়তাও অনুভব করছে বিসিবি। সেভাবেই নতুন কমিটি তৈরি করে কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা জানিয়েছে বোর্ড।
মন্তব্য করুন