স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলের মর্যাদা রক্ষায় কঠোর সিদ্ধান্তের বার্তা বিসিবির

বিপিএল নিয়ে কঠোর হচ্ছে বিসিবি। ছবি : সংগৃহীত
বিপিএল নিয়ে কঠোর হচ্ছে বিসিবি। ছবি : সংগৃহীত

বিপিএলে দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের মাঠে না আসা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিসিবির পরিচালনা পরিষদের সদস্য ইফতেখার রহমান মিঠু। তিনি বিষয়টি দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত বলে অভিহিত করেছেন। মিঠু জানিয়েছেন, বিসিবি ইতিমধ্যে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, ‘এটি বিসিবির দায়িত্বের মধ্যে পড়ে। আমরা দলীয় বোর্ড মিটিংয়ে এ নিয়ে আলোচনা করেছি এবং দ্রুত সমাধানের জন্য পদক্ষেপ নিচ্ছি। তবে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ সামনে আসছে।’

মিঠু সরাসরি স্বীকার করেন যে, বিদেশি খেলোয়াড়দের অনুপস্থিতি বিপিএলের মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করছে। এ বিষয়ে দ্রুত কঠোর সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘আমরা ছাড় দিচ্ছি, কিন্তু এরও একটা সীমা আছে। বিপিএলের মর্যাদা ক্ষুণ্ণ হতে দেওয়া যাবে না।’

বিদেশি ক্রিকেটারদের অভিযোগের বিষয়ে মিঠু বলেন, ‘এখনও পর্যন্ত কোনো অভিযোগ জানানো হয়নি। তবে যারা চুক্তির শর্ত ভঙ্গ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিসিবির নিয়মের বাইরে গিয়ে কিছু করা হবে না।’

তিনি আরও যোগ করেন যে, দেশের পরিস্থিতি বিবেচনা করে যে বিশ্বাসের ভিত্তিতে খেলা শুরু হয়েছিল, সেটি অনেক ফ্রাঞ্চাইজি ভঙ্গ করেছে। তিনি সতর্ক করেন যে, ‘বিসিবি বিপিএলের মর্যাদা রক্ষায় যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে প্রস্তুত।’

বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিক নিশ্চিত করা প্রসঙ্গে মিঠু বলেন, ‘টাকা পাওয়ার বিষয়ে বিসিবি দায়িত্বশীল। তবে কেউ চুক্তির বাইরে গেলে সেটি গ্রহণযোগ্য হবে না।’

পরিশেষে, তিনি টুর্নামেন্টের স্বার্থ ও দেশের মর্যাদা রক্ষার প্রতি গুরুত্বারোপ করে বলেন, ‘বিপিএল ক্রিকেট বোর্ডের সম্পত্তি। এটি সুনামের সঙ্গে শেষ করতে না পারলে দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে।’

বিদেশি ক্রিকেটারদের অনুপস্থিতি ও চুক্তি ভঙ্গের ঘটনায় এবার কি কঠোর পদক্ষেপ নেওয়া হবে? এমন প্রশ্নের উত্তরে বিসিবির অবস্থান সময়ই বলে দেবে। তবে মিঠুর মন্তব্যে বোঝা যাচ্ছে, বিপিএল নিয়ে আর ছাড় দিতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নসরুল হামিদের ছেলের কোটি টাকার ফ্ল্যাট জব্দ, অবরুদ্ধ ১৭ হিসাব

দ্বিতীয় প্রান্তিক শেষে ৩০৪ কোটি টাকা মুনাফা করেছে ওয়ালটন

‘ক্ষমতায় গেলে শিক্ষা সংস্কার কমিশন গঠন করবে বিএনপি’

ট্রাম্পের সঙ্গে মোদির ফোনালাপ, যা আলোচনা হলো

পর্যটকদের জন্য সেন্টমার্টিন দ্বীপ উম্মুক্ত করার দাবি

বুমরার মাথায় আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের মুকুট

চট্টগ্রামে সাংবাদিক লাঞ্ছিত করার ঘটনায় সিইউজের নিন্দা

ঢাবির বাস ঢাকা কলেজের সামনে দিয়ে যেতে দেবেন না শিক্ষার্থীরা, যদি...

গাজীপুর বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

টানা তিন জয়ে প্লে-অফের পথে রাজশাহী

১০

ইরানকে ভয়ংকর যুদ্ধবিমান দিচ্ছে রাশিয়া

১১

ছাত্রলীগের হাতুড়ি পড়েছিল সমন্বয়ক নুসরাতের ওপর!

১২

মধ্যরাত থেকে ট্রেন না চালানোর ঘোষণা

১৩

খুলনার ঐতিহ্যবাহী পঞ্চবীথি ক্রীড়াচক্র ‘দখলে’ নিল গণঅধিকার পরিষদ

১৪

প্রথম বিভাগের মধ্যেই আলোচনায় প্রিমিয়ার

১৫

আ.লীগ স্বাধীনতার শক্তি নয়, পলাতক শক্তি : নয়ন

১৬

চুরির অভিযোগে বৃদ্ধকে কান ধরিয়ে বাজার ঘুরানোর অভিযোগ

১৭

বিদেশি বিনিয়োগের ২৯ শতাংশই অবদান বেপজার

১৮

টাকা নেই? দল কেন?—বিপিএল নিয়ে মালানের প্রশ্ন

১৯

প্রভাবশালীদের কাছ থেকে পৈতৃক জমি ফিরে পেতে মানববন্ধন

২০
X