বিপিএলে দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের মাঠে না আসা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিসিবির পরিচালনা পরিষদের সদস্য ইফতেখার রহমান মিঠু। তিনি বিষয়টি দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত বলে অভিহিত করেছেন। মিঠু জানিয়েছেন, বিসিবি ইতিমধ্যে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, ‘এটি বিসিবির দায়িত্বের মধ্যে পড়ে। আমরা দলীয় বোর্ড মিটিংয়ে এ নিয়ে আলোচনা করেছি এবং দ্রুত সমাধানের জন্য পদক্ষেপ নিচ্ছি। তবে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ সামনে আসছে।’
মিঠু সরাসরি স্বীকার করেন যে, বিদেশি খেলোয়াড়দের অনুপস্থিতি বিপিএলের মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করছে। এ বিষয়ে দ্রুত কঠোর সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘আমরা ছাড় দিচ্ছি, কিন্তু এরও একটা সীমা আছে। বিপিএলের মর্যাদা ক্ষুণ্ণ হতে দেওয়া যাবে না।’
বিদেশি ক্রিকেটারদের অভিযোগের বিষয়ে মিঠু বলেন, ‘এখনও পর্যন্ত কোনো অভিযোগ জানানো হয়নি। তবে যারা চুক্তির শর্ত ভঙ্গ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিসিবির নিয়মের বাইরে গিয়ে কিছু করা হবে না।’
তিনি আরও যোগ করেন যে, দেশের পরিস্থিতি বিবেচনা করে যে বিশ্বাসের ভিত্তিতে খেলা শুরু হয়েছিল, সেটি অনেক ফ্রাঞ্চাইজি ভঙ্গ করেছে। তিনি সতর্ক করেন যে, ‘বিসিবি বিপিএলের মর্যাদা রক্ষায় যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে প্রস্তুত।’
বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিক নিশ্চিত করা প্রসঙ্গে মিঠু বলেন, ‘টাকা পাওয়ার বিষয়ে বিসিবি দায়িত্বশীল। তবে কেউ চুক্তির বাইরে গেলে সেটি গ্রহণযোগ্য হবে না।’
পরিশেষে, তিনি টুর্নামেন্টের স্বার্থ ও দেশের মর্যাদা রক্ষার প্রতি গুরুত্বারোপ করে বলেন, ‘বিপিএল ক্রিকেট বোর্ডের সম্পত্তি। এটি সুনামের সঙ্গে শেষ করতে না পারলে দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে।’
বিদেশি ক্রিকেটারদের অনুপস্থিতি ও চুক্তি ভঙ্গের ঘটনায় এবার কি কঠোর পদক্ষেপ নেওয়া হবে? এমন প্রশ্নের উত্তরে বিসিবির অবস্থান সময়ই বলে দেবে। তবে মিঠুর মন্তব্যে বোঝা যাচ্ছে, বিপিএল নিয়ে আর ছাড় দিতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
মন্তব্য করুন