বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে ২৯তম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম কিংসকে ৮ উইকেটে হারিয়ে দারুণ জয় তুলে নিয়েছে পয়েন্ট টেবিলের তলানির দিকে থাকা ঢাকা ক্যাপিটাল। তানজিদ হাসান তামিমের দুর্দান্ত ৯০ রানের ইনিংস এবং বোলারদের নিয়ন্ত্রিত বোলিং পারফরম্যান্সে ১১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ঢাকা।
টস জিতে ব্যাটিংয়ে নামে চট্টগ্রাম কিংস। দলের শুরুটা ছিল ভালো, তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোর কারণে বড় স্কোর গড়তে ব্যর্থ হয় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন নাইম ইসলাম, যেখানে ৪টি চার ও ২টি ছয় ছিল। জুবাইদ আকবর ২৩ ও গ্রাহাম ক্লার্ক ১৯ রান করে আউট হন।
ঢাকার বোলারদের মধ্যে মোসাদ্দেক হোসেন ৩ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। রনসফোর্ড বিটন ও নাজমুল ইসলামও ২টি করে উইকেট নিয়ে প্রতিপক্ষের স্কোর কম রাখেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে চট্টগ্রাম সংগ্রহ করে ১৪৮ রান।
১৪৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ঢাকার ওপেনার তানজিদ হাসান। তিনি মাত্র ৫৪ বলে ৯০ রানের অপরাজিত ইনিংস খেলেন, যাতে ৩টি চার ও ৭টি বিশাল ছক্কা ছিল। তার দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি লিটন দাস ২৫ রান ও সাব্বির রহমান ১৪ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
চট্টগ্রামের পক্ষে আলিস ইসলাম ৪ ওভারে ১৮ রান দিয়ে ১টি উইকেট নেন, তবে বাকি বোলাররা ঢাকার ব্যাটসম্যানদের সামনে অসহায় ছিলেন।
এই জয়ের মাধ্যমে ঢাকা পয়েন্ট টেবিলে মূল্যবান ২ পয়েন্ট অর্জন করলো এবং চট্টগ্রাম কিংসের অবস্থান আরও চাপে পড়ে গেল। ঢাকার সামনে এখন রয়েছে প্লে-অফে জায়গা করে নেওয়ার বড় সুযোগ।
মন্তব্য করুন