প্রতি বছরের মতো এবারও মাঠে গড়াতে যাচ্ছে এসএসসি-১৯৯৮ ও এইচএসসি ২০০০ ফ্রেন্ডস গ্রুপ কর্তৃক আয়োজিত ফাউন্ডেশন ডে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট। চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টটি শুরু হবে ২৪ জানুয়ারি, ফাইনাল ১ ফেব্রুয়ারি।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় টুর্নামেন্ট উপলক্ষে গুলশানের একটি হোটেলে ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠান আয়োজন করা হয়। রাজধানীর মিরপুর পুলিশ স্টাফ কলেজ মাঠ, পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পুলিশ লাইনস মাঠ), উত্তরা সেক্টর-১৫ ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের খেলাগুলো।
সারা দেশ থেকে ১৬টি দল রাউন্ড রবিন লিগ ভিত্তিতে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। অংশগ্রহণ করা দলগুলো হলো- ৪০’স ফাইটার্স, ব্যাকবেঞ্চার, চাঁদপুর জেলা এসএসসি ৯৮ ব্যাচ, ধামোস থান্ডার, এক্সপ্যান্ডেবল ৯৮, এক্সপ্রেস ৯৮, ফ্যালকন, জিনিয়াস ৯৮, গ্লোরিয়াস ৯৮, মাইটি মাস্টার্স মোহাম্মদপুর, নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটর্স, নাইনটি এইট, রাজশাহী বুমার্স, রয়েল রেঞ্জার্স নরসিংদী ৯৮, সোল স্কোয়াড, ইউনাইটেড ফ্রেন্ডস যশোর। প্রতিটি ম্যাচ হবে ১২ ওভারের।
আবারও এমন একটি টুর্নামেন্টের আয়োজন করতে পেরে উচ্ছ্বসিত ৯৮-০০-এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ মুশফিকুল ইসলাম। তিনি বলেন, আমরা এই টুর্নামেন্টের মাধ্যমে সব বন্ধুকে এক জায়গায় জড়ো করতে চাই। যেন এটা হয়ে ওঠে আমাদের বন্ধুদের এক রকমের মিলনমেলা।
মন্তব্য করুন