রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বুমরাহ-শামিকে নিয়েই ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা

শামি-বুমরাহকে নিয়েই মাঠে নামার পরিকল্পনা ভারতের। ছবি : সংগৃহীত
শামি-বুমরাহকে নিয়েই মাঠে নামার পরিকল্পনা ভারতের। ছবি : সংগৃহীত

আগামী মাস থেকে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য ভারতের ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। দলে জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি এবং হার্দিক পাণ্ডিয়ার মতো তারকা ক্রিকেটারদের অন্তর্ভুক্তি ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা বাড়িয়েছে। তবে বুমরাহর অন্তর্ভুক্তি নির্ভর করছে তার সম্পূর্ণ ফিটনেসের ওপর, কারণ সাম্প্রতিক ইনজুরির কারণে তার খেলা নিয়ে এখনও সংশয় রয়েছে।

দলের নেতৃত্বে থাকছেন রোহিত শর্মা এবং সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন শুভমান গিল। সবচেয়ে চমকপ্রদ সংযোজন হলেন যশস্বী জয়সওয়াল, যিনি এখনও ওডিআই অভিষেক করেননি।

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড:

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পান্ত (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল।

বুমরাহর ফিটনেস নিয়ে প্রশ্ন থাকায় ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার পরিবর্তে খেলবেন তরুণ পেসার হর্ষিত রানা। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ফিট হলে বুমরাহ দলে যোগ দেবেন এবং শামির সঙ্গে ভারতের পেস আক্রমণের নেতৃত্ব দেবেন।

মোহাম্মদ শামি দীর্ঘদিনের চোট কাটিয়ে ফিরেছেন। গত বিশ্বকাপে তিনি ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী। তার সঙ্গে থাকবেন তরুণ আর্শদীপ সিং।

হার্দিক পাণ্ডিয়ার ফেরা ভারতের অলরাউন্ডার বিভাগের শক্তি বাড়িয়েছে। পাশাপাশি রয়েছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। চোট কাটিয়ে কুলদীপ যাদব দলে ফিরে স্পিন আক্রমণে ভারসাম্য আনবেন।

অভিষেকের অপেক্ষায় থাকা যশস্বী জয়সওয়াল ব্যাটিং লাইনআপে নতুন মাত্রা যোগ করতে পারেন। তার ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স তাকে দলে জায়গা করে দিয়েছে। অন্যদিকে, অধিনায়ক রোহিত শর্মা ও সহ-অধিনায়ক শুভমান গিলের অভিজ্ঞতা দলের মেরুদণ্ড শক্ত করবে।

ভারত গ্রুপ ‘এ’-তে রয়েছে পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সঙ্গে। তাদের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ দলের বিপক্ষে। তার আগে ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।

এই দল ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি পুনরুদ্ধারের স্বপ্ন পূরণ করতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়ার জন্মবার্ষিকীতে শীতার্ত মানুষের পাশে স্বেচ্ছাসেবক দল

শহীদ প্রেসিডেন্ট জিয়ার জন্মবার্ষিকীতে ঢাবি সাদা দলের শুভেচ্ছা

স্বামীকে দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় প্রাণ গেলো স্ত্রীর

আজ থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর

বৈষম্য বিলোপে অন্তর্বর্তী সরকারের মনোযোগ দেখা যাচ্ছে না : সাইফুল

যুবদল নেতার উপর স্বেচ্ছাসেবক দলের নেতার হামলা

‘মানুষ ভাবছে আমাদের বিপ্লব বেহাত হয়ে গেল’

ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে নাটোর উৎসব সম্পন্ন

প্রথম দিনে যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প

চট্টগ্রামসহ সারা দেশের পাহাড় ও টিলা কাটা বন্ধ করা হবে : পরিবেশ উপদেষ্টা

১০

ষড়যন্ত্রকারীদের কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না : শামা ওবায়েদ

১১

ভারতের সেনাপ্রধান বাংলাদেশে হামলার হুমকি দিয়েছেন কি?

১২

ফরিদপুর যুবদল নেতা নুরুল আলম বহিষ্কার

১৩

সাংস্কৃতিকভাবে বাংলাদেশকে দুভাগ করা যাবে না : সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা

১৪

রিউমর স্ক্যানারের প্রতিবেদন / বাংলাদেশকে নিয়ে অপতথ্য প্রচারে ৭২ ভারতীয় গণমাধ্যম

১৫

তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

১৬

মির্জা ফখরুলের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতাদের মতবিনিময়

১৭

বিসিসিআইয়ের ১০ দফা নিয়ম নিয়ে সাংবাদিকদের প্রশ্নে রোহিতের ক্ষোভ

১৮

নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি চান মির্জা ফখরুল

১৯

আজহারীর মাহফিল থেকে ফেরা হলো না রাজের

২০
X