বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুটা ঠিক নতুন না। আগের দশ আসরে বিপিএলে যেমন বিতর্ক ছিল এবারের বিপিএলেও তার ব্যতিক্রম হচ্ছে না। বিপিএল শুরুর আগে জানা যায়, বিপিএলে মাঠে নামার আগে কোনো দলই তাদের ক্রিকেটারদের পাওনা টাকার ৫০ শতাংশ পরিশোধ করেনি। এবার সেই টাকা বুঝে না পেয়ে অনুশীলন বর্জনই করেছে এক দলের ক্রিকেটাররা যা পুরো আসরকেই হুমকির মুখে ফেলে দিয়েছে। এর ফলে রাতেই জরুরী মিটিংয়ে বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার (১৫ জানুয়ারি) রাতে জুম কলের মাধ্যমে মিটিং সম্পন্ন হবে বলে একজন বোর্ড পরিচালক কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে পারিশ্রমিকের টাকা বুঝে না পাওয়ায় দলীয় অনুশীলন বর্জন করেছে বিপিএলের দল দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল এনামুল হক বিজয়ের দলের। তবে অনুশীলন শুরুর কিছুক্ষণ আগে জানানো হয় তারা আজ অনুশীলন করছে না বিশ্রামে কাটাবে দিনটি। দলীয় সূত্রে জানা গেছে পেমেন্ট ইস্যুতেই তারা অনুশীলন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। সামনে তারা বিপিএল বয়কটের ঘোষণাও দিতে পারে।
জানা যায়, ক্রিকেটারদের দাবির প্রেক্ষিতে রাজশাহীর টিম ম্যানেজমেন্ট ২৫% পারিশ্রমিকের চেক রাজশাহীর স্থানীয় ক্রিকেটারদের দিয়েছিল তবে তা বাউন্স হওয়ায় ক্ষেপেছেন ক্রিকেটাররা। পরিস্থিতি জটিল আকার ধারণ করায় চট্টগ্রামে গিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এখন দেখার বিষয় রাতের মিটিং থেকে কী সিদ্ধান্ত আসে।
মন্তব্য করুন