পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার ড্রাফটে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন বাংলাদেশের উদীয়মান পেসার নাহিদ রানা। ড্রাফটে তাকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। প্রথমবারের মতো কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত নাহিদ। এ নিয়ে তিনি তার বর্তমান বিপিএল দল রংপুর রাইডার্সের ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় নিজের অনুভূতি প্রকাশ করেছেন।
নাহিদ বলেন, ‘সবার আগে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ, দারুণ ভালো লাগছে। জীবনের প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়েছি, এটি আমার জন্য সত্যিই বিশেষ কিছু।’
তবে এখনই পিএসএল নিয়ে ভাবতে চান না তিনি। তার পুরো মনোযোগ আপাতত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। এ বিষয়ে নাহিদ বলেন, ‘এখনো পিএসএল নিয়ে ভাবিনি। রংপুর রাইডার্সের হয়ে বিপিএল নিয়ে ভাবছি। লক্ষ্য হচ্ছে টুর্নামেন্টটা ভালোভাবে শেষ করা।’
পিএসএলে অংশগ্রহণের মাধ্যমে পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতারের সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে নাহিদের। শোয়েবকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়ে তিনি বলেন, ‘শোয়েব আখতার একজন কিংবদন্তি। তার সঙ্গে দেখা হলে অনেক কিছু শেখার সুযোগ হবে। যদি সুযোগ পাই, অবশ্যই তার কাছ থেকে শেখার চেষ্টা করব।’
শোয়েব আখতারের গড়া গতির রেকর্ড ভাঙা প্রসঙ্গে নিজের মতামত স্পষ্ট করেছেন নাহিদ। তিনি বলেন, ‘এর আগেও বলেছি, কোনো রেকর্ড ভাঙার ইচ্ছা নেই। আমি নাহিদ রানার মতোই কিছু করার চেষ্টা করব। নিজের পরিচয় তৈরিই আমার লক্ষ্য।’
নাহিদের এমন আত্মবিশ্বাস এবং পরিশ্রমী মনোভাব তাকে ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটে আরও বড় উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করছেন ক্রিকেটপ্রেমীরা।
মন্তব্য করুন