পাকিস্তানের লাহোর ফোর্টে অনুষ্ঠিত হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন আসরের প্লেয়ার্স ড্রাফট। এবারের আসরে পাকিস্তানি ক্রিকেটারদের পাশাপাশি ৫১০ জন বিদেশি খেলোয়াড়ও নাম লিখিয়েছেন। তাদের মধ্যে ৩৯ জন ছিলেন বাংলাদেশি ক্রিকেটার।
ড্রাফটে বাংলাদেশের দুই তারকা, সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান, প্লাটিনাম ক্যাটাগরিতে থাকলেও প্রথম ডাকে কোনো ফ্র্যাঞ্চাইজির আগ্রহ পাননি। ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয় এবং হাসান মাহমুদরাও দল পাননি।
তবে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য আশার খবর নিয়ে এসেছে গোল্ড ক্যাটাগরি। এই ক্যাটাগরি থেকে পিএসএলের সাবেক চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি দলে ভিড়িয়েছে বাংলাদেশের উদীয়মান পেসার নাহিদ রানাকে। পেশোয়ারে খেলেন পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটার বাবর আজমও।
বাংলাদেশি ক্রিকেটারদের ড্রাফটের উপস্থিতি ছিল বেশ ভালো। প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন ২ জন, ডায়মন্ড ক্যাটাগরিতে ৫ জন, গোল্ড ক্যাটাগরিতে ১১ জন এবং সিলভার ক্যাটাগরিতে নাম লিখিয়েছেন ২১ জন। তবে প্রথম ডাকে তাদের বেশিরভাগই অবিক্রিত থেকে গেছেন। এখনও সিলভার ক্যাটাগরির কাউকে ডাকা হয়নি।
ড্রাফটের শেষ পর্যায়ে সাপ্লিমেন্টারি ক্যাটাগরি থেকে এখনো দল পাওয়ার সুযোগ রয়েছে। তাই যারা প্রথম ডাকে দল পাননি, তাদের জন্য আশার আলো এখনও নিভে যায়নি।
মন্তব্য করুন