আগামী মাসে শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। তবে ১৫ সদস্যের এই দলে জায়গা হয়নি অভিজ্ঞ ওপেনার লিটন কুমার দাসের। একই সঙ্গে অনুপস্থিত সাকিব আল হাসানও। লিটনের বাদ পড়ার বিষয়ে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ব্যাখ্যা দিয়েছেন।
ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে পাকিস্তানের মাটিতে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেরা আট দলের এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণার পর থেকেই লিটন দাসের অনুপস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। লিপু জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো করতে না পারায় লিটনকে দলে রাখা হয়নি।
লিটনের পারফরম্যান্স নিয়ে লিপু বলেন, ‘রানের খরায় ভুগছে সে। আউট হওয়ার ধরনগুলো প্রায় একই রকম। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে পাওয়ারপ্লের সময় যে ধরনের সুযোগ কাজে লাগানোর প্রয়োজন, সেটি লিটন করতে পারেনি। উদাহরণস্বরূপ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেখানে আমরা প্রায় ৩০০ রান করেছি, সেখানে তার স্ট্রাইকরেট ভালো ছিল না। এটি তার পার্টনারের ওপর চাপ তৈরি করেছে।”
তিনি আরও বলেন, ‘তারপরও আমরা লিটনের ওপর আস্থা রেখেছিলাম এবং তাকে অনেক ম্যাচ খেলিয়েছি। তবে ধারাবাহিকভাবে রান না পাওয়ায় দল নির্বাচনে তার প্রতি আস্থা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে।‘
লিটনের জায়গায় ওপেনার হিসেবে দলে জায়গা পেয়েছেন তরুণ পারভেজ হোসেন ইমন। নির্বাচক প্যানেল বিশ্বাস করছে, নতুন রক্তের মিশ্রণে দলের জন্য ইতিবাচক ফলাফল আনতে পারবে বাংলাদেশ।
লিটন দাসের বাদ পড়া অবশ্যই একটি বড় সিদ্ধান্ত। তবে বিসিবি মনে করছে, এই টুর্নামেন্টের জন্য তরুণদের ওপর আস্থা রেখে একটি ভারসাম্যপূর্ণ দল গঠন করাই শ্রেয়। এখন দেখার বিষয়, দলটি নিজেদের পারফরম্যান্স দিয়ে সমালোচনার জবাব দিতে পারে কি না।
মন্তব্য করুন