স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ০৪:২১ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএলের চেয়ে কঠিন ঢাকা প্রিমিয়ার লিগ, দাবি ভারতীয় ক্রিকেটারের

আইপিএল ও ডিপিএলের লোগো। ছবি : সংগৃহীত
আইপিএল ও ডিপিএলের লোগো। ছবি : সংগৃহীত

ভারতের সাবেক অলরাউন্ডার পারভেজ রসুল মনে করেন, প্রতিযোগিতার দিক থেকে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আইপিএলের চেয়েও কঠিন। চার মৌসুম আইপিএলে খেলা এই ক্রিকেটার বাংলাদেশের শীর্ষস্থানীয় লিস্ট 'এ' টুর্নামেন্টের অভিজ্ঞতা ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, এখানে প্রতিটি ম্যাচই এক ধরনের পরীক্ষা, যেখানে টিকে থাকার লড়াই করতে হয়।

পারভেজের জানান আইপিএলে পুরো মৌসুমের জন্য খেলোয়াড়দের সাথে চুক্তি করা হয়। খেলার সুযোগ না পেলেও দলের সঙ্গে রাখা হয়। কয়েকটি ম্যাচ খারাপ করলেও পুরো মৌসুমে দলের অংশ হিসেবে থাকতে পারে ক্রিকেটাররা। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে বিষয়টা একেবারেই আলাদা। এখানে দুই ম্যাচের জন্য চুক্তি করা হয়। যদি ভালো খেলতে পারেন, তাহলে দলে টিকে যাবেন, না হলে ফেরার টিকিট কাটা হয়ে যাবে।

আইপিএল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগ। এখানে ক্রিকেটাররা মোটা অঙ্কের পারিশ্রমিক পান, নিলামে অনেকেই কোটিপতি হয়ে যান। বিশ্বের সেরা খেলোয়াড়রা আইপিএলে খেলার জন্য মুখিয়ে থাকেন, এমনকি এই টুর্নামেন্টের জন্য আন্তর্জাতিক ক্রিকেট সূচিতেও বিশেষ উইন্ডো রাখা হয়।

তবে পারভেজের মতে, জনপ্রিয়তা, আয়োজন বা পারিশ্রমিকের দিক থেকে আইপিএল যতই বড় হোক না কেন, পারফরম্যান্সের ভিত্তিতে কঠিন চ্যালেঞ্জের জায়গা থেকে ঢাকার লিগই এগিয়ে। কারণ এখানে ধারাবাহিক পারফরম্যান্স না থাকলে জায়গা ধরে রাখা কঠিন।

২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ ও পুনে ওয়ারিয়র্সের হয়ে আইপিএলে খেলেছেন পারভেজ। তবে চার মৌসুমে মাত্র ১১টি ম্যাচ খেলতে পেরেছেন, যেখানে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেছেন ১৭ রান।

এরপর আইপিএলে দল না পাওয়ায় তিনি ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে আসেন। এখন পর্যন্ত শেখ জামাল ধানমন্ডি ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে চারটি মৌসুম খেলেছেন।

ঢাকা লিগ কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, সেটি বোঝাতে গিয়ে পারভেজ বলেন, "অনেক বড় বড় আন্তর্জাতিক ক্রিকেটার এখানে এসে খেলেছেন, কিন্তু কয়েক ম্যাচের মধ্যেই পারফরম্যান্স করতে না পারায় দেশে ফিরে গেছেন। নাম বলব না, তবে অনেক তারকাই এখানে এসে সফল হতে পারেননি।"

ঢাকা প্রিমিয়ার লিগ বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম ঐতিহ্যবাহী আসর। ১৯৭৩-৭৪ মৌসুমে শুরু হওয়া এই প্রতিযোগিতা ২০১৩-১৪ সালে লিস্ট 'এ' মর্যাদা পায়। দেশের পাশাপাশি আন্তর্জাতিক তারকারাও এই লিগে খেলার অভিজ্ঞতা পেয়েছেন।

ভারতের অরুণ লাল, ওয়াসিম জাফর, অজয় জাদেজা, পাকিস্তানের ওয়াসিম আকরাম, সেলিম মালিক, মোহাম্মদ ইউসুফ, শ্রীলঙ্কার সনাথ জয়াসুরিয়া, অরবিন্দ ডি সিলভা, ইংল্যান্ডের নিল ফেয়ারব্রাদারসহ অনেক তারকা এই লিগে খেলেছেন।

পারভেজ রসুলের মন্তব্য হয়তো বিতর্কের জন্ম দিতে পারে, তবে তার অভিজ্ঞতা বলছে, পারিশ্রমিকের দিক থেকে না হলেও প্রতিযোগিতার চাপ ও টিকে থাকার লড়াইয়ে ঢাকা প্রিমিয়ার লিগ অনেক কঠিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গত ১৫ বছর মানুষের মৌলিক অধিকার ছিল না’

সারা দেশে তীব্র শীত, ১০ জেলায় শৈত্যপ্রবাহ

গণঅধিকার পরিষদ রাজপথ থেকে গড়ে ওঠা একটি সংগঠন : শাকিল উজ্জামান 

‘আগে জনগণের হাতে ক্ষমতা, পরে সংস্কার’

পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি চলছে : ট্রাম্প

জেনেভা ক্যাম্পে যুবদলের কম্বল বিতরণ

সৈকতে সাবেক কাউন্সিলর হত্যার ঘটনায় আটক ২

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্রিটিশ এমপি ড. রূপা হক সংবর্ধিত

পদোন্নতি পেয়ে মহাব্যবস্থাপক হলেন ৩৩ কর্মকর্তা

দুঃসংবাদে বছর শুরু কিয়ারার 

১০

চিকিৎসা করাতে পারছেন না আন্দোলনে গুলিবিদ্ধ আল-আমিন

১১

লালমনিরহাটে মন্দির থেকে প্রতিমা ও স্বর্ণালঙ্কার চুরি

১২

বিপিএলে খুলনাকে হারিয়ে জয়ে ফিরল রাজশাহী

১৩

তুরস্ক কি সিরিয়া দখল করবে?

১৪

    আলোচনা সভায় বক্তারা / অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেই ব্যবহার হতে পারে প্রস্তাবিত সাইবার আইন

১৫

যে যে কারণে প্রশাসন ক্যাডার থেকেই উপসচিব হওয়া উচিত

১৬

দাম বাড়ছে সব ধরনের পোশাকের

১৭

এক ট্রলারে মিলল ১৯৫ মণ ইলিশ

১৮

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্লাস্টিক দ্রব্য নিয়ে কর্মসূচি অনুষ্ঠিত

১৯

কলরেট, ইন্টারনেট ও মিষ্টিতে বসেছে ভ্যাট, বাড়ছে ক্ষোভ

২০
X