আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ আফগানিস্তান ক্রিকেট দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনিস খান। বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
এর আগে ২০২২ সালে আফগানিস্তানের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছিলেন ইউনিস খান। এবার আরও বড় দায়িত্ব নিয়ে ফিরছেন তিনি। এসিবির মুখপাত্র সাঈদ নাসিম সাদাত জানান, ‘অভিজ্ঞ পাকিস্তানি ব্যাটার ইউনিস খানকে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছি। তিনি টুর্নামেন্ট শুরুর আগে দলের সঙ্গে যোগ দেবেন।’
পাকিস্তানের অন্যতম সফল ব্যাটার ইউনিস খান ১১৮টি টেস্ট খেলে ১০,০৯৯ রান সংগ্রহ করেছেন। তার ক্যারিয়ার সেরা ইনিংস ছিল ৩১৩ রানের। তিনি এক সময় আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানীয় ব্যাটারও ছিলেন।
২০০৯ সালে তার নেতৃত্বেই পাকিস্তান প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে।
খেলোয়াড়ি জীবন শেষে ইউনিস বিভিন্ন কোচিং দায়িত্বে ছিলেন। তিনি পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে স্বল্প সময় কাজ করেছেন। এছাড়া তিনি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পেশোয়ার জালমির সঙ্গে কাজ করেছেন এবং সম্প্রতি আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন।
আফগানিস্তান দলের সঙ্গে ইউনিস খানের অভিজ্ঞতা দলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আফগানিস্তান দল ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। এবার ইউনিস খানের পরামর্শে তারা বড় কিছু করার আশা করছে।
মন্তব্য করুন