স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলে আসছেন আইসিসি এলিট আম্পায়ার সৈকত

শরফুদৌল্লা ইবনে সৈকত। ছবি : সংগৃহীত
শরফুদৌল্লা ইবনে সৈকত। ছবি : সংগৃহীত

২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) গত বছরের ৩০ ডিসেম্বর শুরু হওয়ার পর থেকেই উত্তেজনার পারদ চড়ছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবারের আসরকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে আয়োজনের ঘোষণা দিয়েছিলেন, যা ইতোমধ্যে মাঠের খেলায় প্রতিফলিত হচ্ছে। যদিও কিছু অফ-ফিল্ড বিতর্ক দেখা গেছে, তবে ব্যাটে-বলের লড়াই দর্শকদের দারুণ আনন্দ দিচ্ছে।

ঢাকা পর্ব শেষে বিপিএল এখন সিলেটের মাটিতে গড়িয়েছে, যেখানে ইতোমধ্যে ব্যাটারদের দাপট দেখা গেছে। বিশেষ করে ইংলিশ তারকা অ্যালেক্স হেলসের সেঞ্চুরি নজর কাড়ে। বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম আগেই বলেছিলেন, ঢাকার ফিরতি পর্বসহ সিলেট ও চট্টগ্রামে দর্শকদের জন্য আরও চমক অপেক্ষা করছে। সেই চমকের অংশ হিসেবেই এবার বিপিএলের আম্পায়ারিং প্যানেলে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিকভাবে প্রশংসিত আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ার গত কয়েক বছরে আন্তর্জাতিক অঙ্গনে দারুণ সুনাম কুড়িয়েছেন। সবশেষ ভারতের বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফিতে যশস্বী জয়সওয়ালকে আউট দেওয়ার সময় তার সাহসী সিদ্ধান্ত ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। এবার সেই অভিজ্ঞ আম্পায়ার বিপিএলে নাম লেখাচ্ছেন, যা দেশীয় ক্রিকেটের জন্যও বড় এক অর্জন।

বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, সৈকত আগামী ১০ জানুয়ারি দেশে ফিরবেন। বিশ্রামের পর ১৬ জানুয়ারি চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে মাঠে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। এবারের বিপিএলে ১২ জন আম্পায়ার আছেন, যার মধ্যে ১০ জন দেশীয় এবং ২ জন বিদেশি। এছাড়া, পাঁচজন ম্যাচ রেফারি নিয়োজিত রয়েছেন।

বিপিএল ২০২৫-এ দর্শকদের জন্য বেশ কিছু নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নতমানের ডিআরএস থাকলেও এখনো স্পাই ক্যামেরা ও ব্যাগি ক্যামেরার ব্যবহার দেখা যায়নি। তবে দর্শকদের জন্য গ্যালারিতে বিনামূল্যে পানির ব্যবস্থা রাখা হয়েছে, পরিবেশবান্ধব ‘জিরো ওয়েস্ট জোন’ তৈরি করা হয়েছে এবং ই-টিকিটিং চালু করা হয়েছে, যা মাঠে প্রবেশকে আরও সহজ করেছে।

সৈকতের মতো একজন অভিজ্ঞ আম্পায়ারের অন্তর্ভুক্তি বিপিএলের মান আরও উন্নত করবে বলে আশা করা হচ্ছে। বিপিএল যখন চট্টগ্রাম ও ঢাকার ফিরতি পর্বে প্রবেশ করবে, তখন আরও উত্তেজনাপূর্ণ ম্যাচ এবং নতুন অভিজ্ঞতা অপেক্ষা করছে ক্রিকেটপ্রেমীদের জন্য।

বিশ্বের অন্যতম সেরা আম্পায়ার যখন দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে থাকবেন, তখন স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশাও আরও বেড়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিম ইকবালকে নিয়ে সিলেটে বিসিবির জরুরি বৈঠক

পাবিপ্রবি জিয়া সাইবার ফোর্স কমিটি, ১৩ জনের ৫ জনই ছাত্রলীগ

১০০ টাকার রিচার্জে কর ৫৬ টাকা ৩০ পয়সা!

২০২৬ বিশ্বকাপের পর ফ্রান্সের দায়িত্ব ছাড়বেন দেশম

মোংলায় হরিণের মাংসসহ আটক ৬

সাঁওতাল নারীকে মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কাতারে খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ 

ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৪৩ মামলা 

গোপনে বাগদান সম্পন্ন করেছেন টম-জেন্ডায়া!

১০

দাবি আদায়ে খোলা মাঠ বেছে নেওয়ার আহ্বান ডিএমপি কমিশনারের

১১

অবৈধপথে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশি আটক

১২

পালিয়ে থাকা অপরাধীদের বিরুদ্ধে ভারতের নয়া উদ্যোগ

১৩

গাছ চুরির মামলায় যুবদলের ৪ কর্মী কারাগারে

১৪

শহীদ আবু সাঈদের নামে বিএসএমএমইউর কনভেনশন সেন্টার

১৫

মেসি-সুয়ারেজের সঙ্গে পুনর্মিলনের ইঙ্গিত দিলেন নেইমার

১৬

ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

১৭

চিলমারী-রৌমারী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

১৮

নতুন টেস্ট কাঠামোর গুঞ্জন নিয়ে মুমিনুলের হতাশা 

১৯

কানাডা দখলে সরব ট্রাম্প, অটল ট্রুডো

২০
X