সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) বর্ডার-গাভাস্কার ট্রফির ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশাল এক চমকের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। অস্ট্রেলিয়ার জয়ে ট্রফি তুলে দিলেন কিংবদন্তি অ্যালান বর্ডার, অথচ তার নামাঙ্কিত ট্রফি দেওয়ার জন্য উপেক্ষিত হলেন ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার। অনুষ্ঠানের সময় তিনি মাঠের একপাশে একা দাঁড়িয়ে ছিলেন, যা দেখে হতবাক হন অনেকেই।
এই সিদ্ধান্তে হতাশ গাভাস্কার সরাসরি প্রশ্ন তুলেছেন, ‘শুধু আমি ভারতীয় বলে?’
অস্ট্রেলিয়ার ক্রীড়া সংবাদমাধ্যম কোড স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, ‘আমি অবশ্যই ট্রফি প্রদান করতে চাইতাম। এটি তো বর্ডার-গাভাস্কার ট্রফি, যেখানে ভারত ও অস্ট্রেলিয়া দু’দেশই সমান গুরুত্বপূর্ণ। আমি মাঠেই ছিলাম, কিন্তু শুধুমাত্র অস্ট্রেলিয়া জিতেছে বলে আমাকে উপস্থাপনা থেকে বাদ দেওয়া হলো? এটি ঠিক নয়। আমি আমার বন্ধু অ্যালান বর্ডারের সঙ্গে মিলেই ট্রফি উপস্থাপন করতে পারতাম।’
এদিকে খবরে প্রকাশ হয় যে ক্রিকেট অস্ট্রেলিয়া আগেই সিদ্ধান্ত নিয়েছিল যে যদি অস্ট্রেলিয়া জেতে, তবে ট্রফি প্রদান করবেন অ্যালান বর্ডার, আর যদি ভারত জেতে বা ড্র হয়, তবে গাভাস্কার সেটি উপস্থাপন করবেন। তবে মনে করা হচ্ছে, এই সিদ্ধান্ত সম্পর্কে গাভাস্কার আগে থেকেই জানতেন না, যার ফলে তিনি পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়ানোর সুযোগ পাননি।
অস্ট্রেলিয়া ৩-১ ব্যবধানে সিরিজ জিতে দীর্ঘ ১০ বছর পর বর্ডার-গাভাস্কার ট্রফি পুনরুদ্ধার করল। প্রথম টেস্টে পার্থে হারলেও, অ্যাডিলেডে ঘুরে দাঁড়িয়ে জয়ের পর ব্রিসবেনের বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ড্র করে তারা। এরপর মেলবোর্ন ও সিডনিতে টানা জয় তুলে নিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের টিকিট নিশ্চিত করে প্যাট কামিন্সের দল।
তৃতীয় দিনের সকালে মাত্র ৪৫ মিনিটে ভারতের ইনিংস গুটিয়ে যায়। স্কট বোল্যান্ড (৬/৪৫) ও প্যাট কামিন্স (৩/৪৪) মিলে ভারতকে ১৫৭ রানে অলআউট করেন।
১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের একমাত্র আশার আলো হয়ে ছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা, যিনি প্রথম সেশনে তিনটি উইকেট তুলে নেন। তবে উসমান খাজার (৪১), ট্রাভিস হেডের (৩৪*) ও অভিষিক্ত বো ওয়েবস্টারের (৩৯*) ব্যাটিং দৃঢ়তায় অস্ট্রেলিয়া ৬ উইকেটে সহজ জয় নিশ্চিত করে।
১৯৯৬-৯৭ সাল থেকে অনুষ্ঠিত হওয়া বর্ডার-গাভাস্কার ট্রফি এখন টেস্ট ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ দ্বৈরথে পরিণত হয়েছে। এবারের পাঁচ ম্যাচের সিরিজে বিভিন্ন স্টেডিয়ামে দর্শক রেকর্ড ভেঙেছে, বিশেষ করে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভাঙে ৮৭ বছরের পুরনো রেকর্ড।
তবে এত বড় এক ঐতিহাসিক সিরিজের শেষে নিজের নামাঙ্কিত ট্রফির উপস্থাপনা থেকে বাদ পড়া গাভাস্কারের জন্য অত্যন্ত অপমানজনক মনে হয়েছে, যা ক্রিকেটবিশ্বে বিতর্কের জন্ম দিয়েছে।
Sunny, snubbed. Sunil Gavaskar wasn't present at the Border-Gavaskar Trophy presentation. He says he's "perplexed" by his omission from the ceremony.#AUSvIND analysis: https://t.co/FOmODiTxdm Hear Grandstand at Stumps: https://t.co/kENzXsIHWI#BorderGavaskarTrophy pic.twitter.com/eyXHuE1QOa — ABC SPORT (@abcsport) January 5, 2025
মন্তব্য করুন