স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ০২:০৬ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় দলে ফেরার কোনো পরিকল্পনা নেই তামিমের

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের অধ্যায় বুঝি এখানেই শেষ। জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে যে ধোঁয়াশা ছিল, তা দূর করলেন তামিম নিজেই। তবে এটি আনুষ্ঠানিক ঘোষণা নয়; বরং পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির এক ভ্লগে কথোপকথনের মাধ্যমে উঠে এসেছে তামিমের অবস্থান।

আফ্রিদি সম্প্রতি মোহাম্মদ নবীর আমন্ত্রণে একটি ভ্লগ তৈরি করেন, যেখানে এক পর্যায়ে নবীর অবসর পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে তামিমের দিকেও প্রশ্ন ছুড়ে দেন। উর্দু ভাষায় আফ্রিদি জানতে চান, ‘তামিম, আপনি কি অবসর নিয়েছেন? জাতীয় দলে আর ফিরবেন না?’ উত্তরে তামিম স্পষ্ট ভাষায় বলেন, ‘জাতীয় দল থেকে।’

এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ সম্প্রতি বলেছিলেন, সাকিব আল হাসান ও তামিম ইকবাল দুজনই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ‘উপলব্ধ’ থাকতে পারেন, কারণ তারা এখনও আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেননি। কিন্তু তামিমের এই বক্তব্যে বোর্ডের পরিকল্পনা হয়তো এখন নতুন করে সাজাতে হবে।

উল্লেখ্য, ২০২৩ বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে খেলেছিলেন তামিম, যা সম্ভবত তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। এর পর থেকে পিঠের চোটসহ বিভিন্ন শারীরিক ও মানসিক কারণে জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। ২০২১ সালে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। তবে টেস্ট এবং ওয়ানডে নিয়ে এতদিন কোনো চূড়ান্ত বক্তব্য দেননি।

তামিমের এ অনানুষ্ঠানিক মন্তব্য জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। নির্বাচকদের এখন হয়তো নতুন করে ভাবতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দলের কৌশল ও নেতৃত্ব নিয়ে।

তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অনন্য নাম। তার অবসর নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসুক বা না আসুক, তিনি যে দেশের ক্রিকেটে এক বিশাল প্রভাব রেখে গেছেন, তা নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফায়ারফাইটার নয়নের পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা

বসতবাড়িতে ঢুকে গেল বেপরোয়া ড্রাম ট্রাক

রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান

সুপ্রিম কোর্টের বেঞ্চসমূহে কাগজমুক্ত বিচার কার্যক্রম পরিচালিত হবে

ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্ত কমিশন

ওয়াজ মাহফিলে গুলি, আহত ২

‘কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া’ 

উৎকলিত রহমানের বিরহের কবিতা ‘গল্প’ 

মাগুরায় শহীদ রাব্বির কন্যাশিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

প্রেমই কি জীবনের সবকিছুই নিয়ন্ত্রণ করছে, বিপদে আছেন আপনি!

১০

নারায়ণগঞ্জে যুবদল কর্মী হত্যা মামলায় সেই এসআই রিমান্ডে

১১

আইনের বাইরে কোনো কাজ করা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

১২

পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের সভাপতি জুলফিকার, সেক্রেটারি রাশেদ

১৩

বাংলাদেশি শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে পাকিস্তান, থাকছে নানান সুযোগ-সুবিধা

১৪

সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হবে খালেদা জিয়াকে : ডা. জাহিদ

১৫

‘স্থানীয় নির্বাচনে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ থাকা যাবে না’

১৬

প্রকাশিত সংবাদ ও মানববন্ধনের বিরুদ্ধে প্রকৌশলী গৌতম চৌধুরীর প্রতিবাদ

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় ব্যাটারি জব্দ

১৮

ডালিমসহ জান্নাতে পাওয়া যাবে যেসব ফল

১৯

মির্জা ফখরুলের সঙ্গে ইলিয়াস কাঞ্চনের সাক্ষাৎ

২০
X