মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবকে পেতে আরেকটা চেষ্টা করবে বিসিবি

সাকিব আল হাসান ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ছবি: সংগৃহীত

বিপিএলে চট্টগ্রাম কিংসের হয়ে এই মৌসুমে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতির কারণে এখনো তার দেশে আসা হয়নি। কবে নাগাদ দলের সঙ্গে যোগ দিতে পারবেন—সে তথ্য নেই ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ কিংবা খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছেও।

কিন্তু বিপিএল শেষ হলেই পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাবে বাংলাদেশ। তার আগেই সাকিবের ব্যাপারে একটা পরিষ্কার ধারনা প্রয়োজন জাতীয় দলের নির্বাচকদেরও। এমন পরিস্থিতিতে সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পেতে আরও একটা চেষ্টা করবেন বলে জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। সে চেষ্টাটা যে সরকার সংশ্লিষ্ট—সেটাও উল্লেখ করেছেন তিনি।

সেপ্টেম্বর-অক্টোবরে হওয়া ভারত সিরিজের পর থেকেই জাতীয় দলের বাইরে সাকিব। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে আসার কথা ছিল তার। কিন্তু শেষ মুহূর্তে নিরাপত্তার শঙ্কা থাকায় সরকার থেকেই সাকিবকে না আসার পরামর্শ দেওয়া হয়েছিল। এরপর থেকেই আর কোনো সিরিজের দলেই ছিলেন না তিনি।

প্রস্তুতি বলতে কিছু ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেছেন। তারপরও বাংলাদেশ ক্রিকেটে সাকিব বড় তারকা। বাঁহাতি অলরাউন্ডারকে পেতে আরেকবার চেষ্টা করবেন জানিয়ে বিসিবি প্রেসিডেন্ট বলেন, ‘ওর যে ইস্যুটা, এটা আমাদের সিদ্ধান্তের বিষয় নয়। এটা আমি আগেও বলেছি, এখনও বলছি। যদি সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসে, ওর যেসব সমস্যা আছে (আইনি জটিলতা); সেটা যদি ঠিক করা যায়—তাহলে কিছু হতে পারে। এরপর আছে ফিটনেস, মানসিক অবস্থা, ফর্ম—এসব দেখে নির্বাচকরা সিদ্ধান নেবে।’

দলে সাকিবের চাহিদা থাকলেও সরকার সংশ্লিষ্ট বলেই কিছুটা অসহায় বিসিবি প্রেসিডেন্ট, ‘চাহিদা থাকলেও তো কিছু করতে পারবে না, কারণ এটা তো জাতীয় ইস্যু।’

তবে আশার কথা হচ্ছে। বর্তমান সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নাকি সাকিবের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন! এমনটা জানিয়ে ফারুক আহমেদ বলেন, ‘আমাদের যে ক্রীড়া উপদেষ্টা আছেন, উনি বলেছেন, সরকারি যে ব্যাপারটা সেগুলো উনি দেখবেন।’

অবশ্য সাকিবের দেশে ফেরাটা নিরাপত্তার সমস্যা হলেও চ্যাম্পিয়ন্স ট্রফি তো দেশের বাইরের টুর্নামেন্ট। তখন তো সাকিবের দেশে আসারও প্রয়োজন নেই! সেক্ষেত্রে বিসিবির ভাবনাটা কী! ফারুকই জানালেন তা, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের বাইরে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা বিপিএলের মাঝেই এই বিষয়টি নিয়ে আলোচনায় বসব।’

একই সঙ্গে প্রসঙ্গত তামিম ইকবালের জাতীয় দলে ফেরার ইস্যুও সামনে এসেছে। তবে বিসিবি প্রেসিডেন্ট তামিম ইস্যুতে নির্বাচকদের কোটেই বল ঠেলে দিলেন। তামিমকে দলে নেওয়া কিংবা না নেওয়া—কোনো বিষয়ই বলতে চান না তিনি। বিষয়টি নির্বাচক ও তামিমের আলোচনাতেই সমাধান হবে বলে মনে করেন ফারুক আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎবিহীন আশুলিয়ার ডিইপিজেড, ৯০ কারখানায় ছুটি ঘোষণা

সিলেটে দুই কিশোরীকে দিয়ে অনৈতিক কাজ, স্বামী-স্ত্রী কারাগারে

শহীদ কন্যা লামিয়ার পরিবারের পাশে বিএনপির স্বাস্থ্য সেল

দেশে চাঁদাবাজি দখলদারি নিয়ে ব্যস্ত একটি দল : চরমোনাই পীর

৩১ দফা হলো মানুষের অধিকার : নিজান

আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

অবশেষে বদলি হলেন ওসি সফিকুল

সুনামগঞ্জে উপজেলা আ. লীগ সভাপতিসহ ৫ নেতা কারাগারে

নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা, সন্ত্রাসীদের গণপিটুনি

হজ ফ্লাইটের উদ্বোধন, রাতে ঢাকা ছাড়ছেন ৩৯৮ হজযাত্রী

১০

ইসরায়েলি চাপ তোয়াক্কা না করেই পারমাণবিক কর্মসূচির পথে ইরান

১১

টানা শাটডাউন কর্মসূচির ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের 

১২

ন্যায্য নগর গঠনে ভূমিকা রাখবে নবায়নযোগ্য জ্বালানি : ডিএনসিসি প্রশাসক

১৩

মালদ্বীপে ৫০ প্রবাসী শ্রমিক আটক

১৪

বালু-পাথর উত্তোলনে ধ্বংস হচ্ছে জাফলং

১৫

রিকশাচালক-পুলিশের সংঘর্ষে গ্রেপ্তার আরও ৬

১৬

আবু সাঈদ হত্যাকাণ্ডে অভিযুক্ত ৪ শিক্ষার্থীর হলের সিট বাতিল

১৭

রুডিগারের কাণ্ডে ক্ষুব্ধ জার্মান ফুটবল ফেডারেশন

১৮

কেরানীগঞ্জে ট্রিপল মার্ডার, খুনি গ্রেপ্তার

১৯

খুলনা মহানগর হেফাজতে ইসলামের সভাপতি সাখাওয়াত, সম্পাদক গোলামুর

২০
X