ভারতীয় টেস্ট দলের অধিনায়ক রোহিত শর্মার টেস্ট ক্যারিয়ার শেষের পথে। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টে তিনি ‘বিশ্রাম’ নেওয়ার সিদ্ধান্ত জানালেও, বাস্তবে এটি তার শেষ টেস্ট হতে পারে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে, নির্বাচকরা বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়েও আলোচনা করবেন বলে ভারতীয় গণমাধ্যমে খবর।
ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকরা স্পষ্ট করেছেন, অস্ট্রেলিয়া সফরের পর রোহিত শর্মা আর টেস্ট পরিকল্পনায় নেই। ভারতীয় এক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, ৩৭ বছর বয়সী এই ব্যাটারের সঙ্গে এ ব্যাপারে কথা বলা হয়েছে। এমনকি, ২০২৫ সালে লর্ডসে অনুষ্ঠেয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালে ভারত অলৌকিক ভাবে কোয়ালিফাই করলেও রোহিতকে বিবেচনায় আনা হবে না বলে ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারকে জানিয়ে দেওয়া হয়েছে।
সিডনিতে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের টসের সময় ভারতীয় দলের অধিনায়ক হিসেবে হাজির হন জাসপ্রীত বুমরাহ। তখনই তিনি জানান, রোহিত শর্মা এই ম্যাচে বিশ্রাম নিয়েছেন। তবে এটি নির্বাচকদের সিদ্ধান্ত বলেই ধারণা করা হচ্ছে। কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগারকার সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছেন, সিডনি টেস্টের একাদশে রোহিতের জায়গা নেই।
রোহিত চলমান সিরিজে তিনটি ম্যাচ খেলে একেবারেই ব্যর্থ ছিলেন। তার ইনিংসগুলো যথাক্রমে ৩, ৬, ১০, ৩ ও ৯ রান।
টেস্টে ধারাবাহিক ব্যর্থতার কারণে বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়েও চিন্তিত নির্বাচকরা। সিডনি টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৭ রান করে আউট হন তিনি, যেখানে আবারও বাইরের বলে উইকেট হারান। চলতি সিরিজে সাতবার একই রকমভাবে আউট হয়েছেন তিনি।
যদিও পার্থ টেস্টে দ্বিতীয় ইনিংসে শতক হাঁকিয়েছিলেন, তবে সামগ্রিকভাবে তার পারফরম্যান্স আশানুরূপ হয়নি। এজন্য, সিরিজ শেষে কোহলির সঙ্গে বসবে নির্বাচক কমিটি।
ভারতীয় দলের সবচেয়ে বড় পরিবর্তনের সময় আসতে চলেছে বলে মনে করা হচ্ছে। তবে এই পরিবর্তনের মধ্যেও অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ধরে রাখা হবে। তার অভিজ্ঞতা ও কার্যকারিতা দলকে রূপান্তরের সময় সহায়তা করবে বলে মনে করছেন নির্বাচকরা।
সিরিজ শেষে কোহলির ভবিষ্যৎ নিয়ে আলোচনার পর, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির পরিকল্পনাও চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। ভারতের ক্রিকেটে সামনে বড় পরিবর্তনের আভাস মিলছে। এখন দেখার বিষয়, নতুন পথচলায় কী সিদ্ধান্ত নেয় নির্বাচকরা।
মন্তব্য করুন