কুয়াশাচ্ছন্ন শীতের বিকেলে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রানের বন্যা বইয়ে দিলেন উসমান খান। বিপিএলের এবারের আসরের সপ্তম ম্যাচেই উঠে এল প্রথম সেঞ্চুরি। চট্টগ্রাম কিংসের এই পাকিস্তানি ওপেনার মাত্র ৬২ বলে ১৩ চার ও ৬ ছক্কার সাহায্যে ১২৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যা দলকে নিয়ে যায় ২১৯ রানের বিশাল সংগ্রহের পথে।
বিপিএলের ইতিহাসে মিরপুরে এটি সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ২০২০ আসরে খুলনা ২১৮ রান করে মিরপুরে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড গড়েছিল। তবে বিপিএলে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড এখনো রংপুর রাইডার্সের দখলে, যারা ২০১৯ সালে চট্টগ্রামের মাটিতে ২৩৯ রান করেছিল।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। ইনিংসের দ্বিতীয় বলেই পারভেজ হোসেন ইমন তাসকিন আহমেদের বলে ক্যাচ দিয়ে ফেরেন। তবে এরপরই উসমান খানের দাপট শুরু হয়।
ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার্ককে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ৬৩ বলে ১২০ রানের বড় জুটি গড়েন উসমান। ক্লার্ক ব্যক্তিগত ৪০ রানে সোহাগ গাজীর বলে আউট হলেও উসমানের ব্যাটে রানের ফোয়ারা অব্যাহত থাকে।
তৃতীয় উইকেটে মোহাম্মদ মিঠুনের সঙ্গে আরও ৬৩ রান যোগ করার পথে উসমান দ্রুতই ফিফটি পেরিয়ে সেঞ্চুরির পথে ছুটছিলেন। শেষ পর্যন্ত ৪৮ বলে বিপিএল ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নেন এই পাকিস্তানি ওপেনার। ২০২৩ বিপিএলে খুলনার বিপক্ষে প্রথম সেঞ্চুরি করেছিলেন, এবার করলেন দুর্বার রাজশাহীর বিপক্ষে।
উসমান ১২৩ রানে তাসকিন আহমেদের বলে আউট হলে চট্টগ্রামের ইনিংস কিছুটা গতি হারায়। অন্য ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলেও নির্ধারিত ২০ ওভারে দলীয় সংগ্রহ পৌঁছে যায় ২১৯ রানে, যা মিরপুরের ইতিহাসে নতুন রেকর্ড।
রাজশাহীর হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন তাসকিন আহমেদ।
মন্তব্য করুন