বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়ানোর আগেই ক্রিকেটপ্রেমীদের জন্য এলো রোমাঞ্চকর খবর। প্রতিদিন খেলা দেখতে আসা দর্শকদের জন্য থাকছে ই-বাইক জেতার সুবর্ণ সুযোগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই ঘোষণা দিয়েছে।
কীভাবে পাবেন এই পুরস্কার?
লিগ পর্বের প্রতিটি ম্যাচের দিন একজন ভাগ্যবান দর্শক র্যাফেল ড্রয়ের মাধ্যমে জিতে নিতে পারবেন একটি রেভো ই-বাইক। প্রতিদিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে এই র্যাফেল ড্র আয়োজন করা হবে।
প্লে-অফে বাড়বে পুরস্কারের সংখ্যা
লিগ পর্ব পেরিয়ে প্লে-অফে দর্শকদের জন্য পুরস্কারের সংখ্যা আরও বাড়ানো হয়েছে। প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচে দুজন করে বিজয়ী পাবেন ই-বাইক। একই সুযোগ থাকছে দ্বিতীয় কোয়ালিফায়ারেও। আর চূড়ান্ত ফাইনালের দিন র্যাফেল ড্রয়ের মাধ্যমে তিনজন ভাগ্যবান দর্শকের হাতে তুলে দেওয়া হবে রেভো ই-বাইক।
বিসিবির ব্যতিক্রমী উদ্যোগ
বিপিএল মাঠে গড়ানোর আগেই ক্রিকেট ভক্তদের মধ্যে টিকিটের জন্য চলছে হইচই। তবে বিসিবি নতুন সভাপতি দায়িত্ব গ্রহণের পর থেকেই এবারের আসরকে ভিন্নভাবে উপস্থাপন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। দর্শকদের জন্য পানির বুথ স্থাপন থেকে শুরু করে এই ই-বাইক পুরস্কারের ব্যবস্থা তারই ধারাবাহিকতা।
কবে থেকে শুরু?
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এই বিপিএল চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ২৪ দিনের এই প্রতিযোগিতায় থাকবে মোট ২৪টি ম্যাচডে। প্রতিটি দিনই মাঠে উপস্থিত দর্শকদের জন্য থাকবে ই-বাইক জেতার এই বিশেষ সুযোগ।
ক্রিকেট ভক্তদের জন্য এবারের বিপিএল কেবল মাঠের লড়াই নয়, পুরস্কারের জন্যও হতে চলেছে এক স্মরণীয় অভিজ্ঞতা।
মন্তব্য করুন