ঢাকার লেকপরী ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত সুরক্ষিত ১০০ বল অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে তুরাগ ক্রিকেট একাডেমি নওগাঁ ফিউচার স্টারসকে ৮ উইকেটে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে। নওগাঁ ফিউচার স্টারস প্রথমে ব্যাট করে মাত্র ৮৫ রানে অলআউট হয়ে যায়, যা তুরাগ মাত্র ৩৫ বলেই সহজে তাড়া করে ফেলে।
তুরাগের পক্ষে সাঞ্জিদ ঝড়ো ইনিংস খেলেন। মাত্র ১৮ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় তিনি অপরাজিত ৫৩ রান করেন। তার স্ট্রাইক রেট ছিল অসাধারণ—২৯৪.৪৪। সায়েম সরকার ১৭ বলে ২২ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
নওগাঁ ফিউচার স্টারসের ব্যাটিং লাইনআপ পুরোপুরি ভেঙে পড়ে। ফয়সাল দলের হয়ে সর্বোচ্চ ১৫ বলে ২৭ রান করেন। বাকিরা বড় স্কোর গড়তে ব্যর্থ হন। তুরাগের সাঞ্জিদ এবং আব্দুল্লাহ বোলিংয়ে শাসন করেন, দুজনেই ৩টি করে উইকেট শিকার করেন।
মন্তব্য করুন