সুরক্ষিত ১০০ বল অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে বাড্ডা নির্মাণ ক্রিকেট একাডেমি চট্টগ্রাম বয়েজের বিপক্ষে ৩৭ রানের দুর্দান্ত জয় তুলে নিয়েছে। ঢাকার লেকপরী ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচে বাড্ডা নির্মাণ ক্রিকেট একাডেমি আগে ব্যাট করে ১৩৭ রানে অলআউট হয় এবং প্রতিপক্ষ চট্টগ্রাম বয়েজ ৯৫ বলে ১০০ রানেই গুটিয়ে যায়।
বাড্ডার হয়ে এফাজ ২৭ বলে ৯ চার ও ১ ছক্কায় ৪৬ রান করেন। তার সঙ্গে আশিকুর রহমান সাইফ ১৭ বলে ৩৪ রান করে দলের স্কোরে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
বোলিংয়ে শোয়েল ও আকিক ছিলেন দুর্দান্ত। শোয়েল ১৫ বলে ৮ রান দিয়ে ৩ উইকেট নেন, আর আকিক ২০ বলে ১১ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট।
চট্টগ্রাম বয়েজের ব্যাটিং লাইনআপে পাথরের মতো টিকে ছিলেন সাইফ, যিনি ২২ বলে ২১ রান করেন। তবে দলের বাকিরা কোনো উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। আকিক ও নাবিব আল হাসান দুজনই ৩টি করে উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং ধসিয়ে দেন।
মন্তব্য করুন