ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএল উত্তাপে আলোচনায় সাকিব

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর ঘিরে উন্মাদনা শুরু হয়েছে। এরই মধ্যে একে একে দলগুলোতে যোগ দিতে শুরু করেছেন বিদেশি তারকা ক্রিকেটাররা। ফরচুন বরিশালের হয়ে খেলতে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি এখন ঢাকায়। আজ বরিশালের সঙ্গে আরও যোগ দেবেন পাকিস্তানি তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি, ফাহিম আশরাফ, খান জাহানদাদ, আলি মোহাম্মদরা। সুদূর ক্যারিবীয় দ্বীপ থেকে দলটির হয়ে খেলতে আসছেন কাইল মেয়ার্সও।

কিন্তু বাংলাদেশের ক্রিকেটার হয়েও এখনো বিপিএলে খেলার ব্যাপারে কোনো নিশ্চয়তা মেলেনি অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানের। চট্টগ্রাম কিংসের হয়ে ৩০ ডিসেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টে খেলার কথা তার। তবে মামলা ও রাজনৈতিক কারণেই সাকিবকে ঘিরে ধোঁয়াশায় ফ্র্যাঞ্চাইজিও। বিপিএলে সাকিব না খেলতে পারলে সেটা নিজেদের ব্যর্থতা হবে বলে মনে করেন সাবেক অধিনায়ক ও ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। মিরপুরে দলের সঙ্গে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন তিনি।

বিপিএলকে বয়কটের হুমকি দিয়ে আসছিল সাকিব ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে নানা জায়গায় প্রচারও চালাতে দেখা গেছে তাদের। সাকিব না থাকলে মাঠে না যাওয়ার ঘোষণা তাদের। আসন্ন টুর্নামেন্টে তার যে ছাপ পড়তে যাচ্ছে সেটা আর উড়িয়ে দেননি সুজনও, ‘সারা দেশে সাকিবিয়ান তো অনেক। (দর্শক আগ্রহে) একটু তো প্রভাব ফেলবেই। কোনো সন্দেহ নেই। বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব। বিশ্বের এক নম্বর ক্রিকেটার। সাকিব না থাকা তো আমাদের সবার জন্যই একটা… (দুর্ভাগ্য)।’ ৩৭ বছর পেরিয়েছেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে দুই সংস্করণ প্রায় শেষই বলা চলে তার। ওয়ানডেতে খেলার ইচ্ছা থাকলেও সেটা আদৌ আর সম্ভব হবে কি না, তা সময়ই বলে দেবে। বাকি শুধু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। আগামী কয়েক বছর হয়তো আর দেখা যাবে না অভিজ্ঞ এ অলরাউন্ডারকে। সুজন তাই আক্ষেপ নিয়েই বললেন, ‘সাকিব সারা জীবন ক্রিকেট খেলবে না, এটা সত্যি কথা। তবে সে যত দিন খেলে যাচ্ছে, এই সময়ে বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না, এটা আমাদের জন্য একটা ব্যর্থতা বলে মনে করি।’

ক্রিকেটার সাকিব এখন পরিচিত মূলত রাজনৈতিকভাবেই। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নির্বাচিত হয়েছিলেন তিনি। স্বৈরাচারের দোসর হওয়াতেই তার ওপর ক্ষুব্ধ সাধারণ মানুষ। কিন্তু সাবেক অধিনায়ক সুজনের মতে সাকিবের বড় পরিচয় তিনি ক্রিকেটার, ‘হয়তো ক্যারিয়ারের শেষদিকে এসে রাজনীতি করেছে। তবে সারা বাংলাদেশ ওকে চেনে ক্রিকেটার হিসেবে। ওর উত্থান ক্রিকেটার হিসেবে। সারা বিশ্বে পরিচিত ক্রিকেটার হিসেবে। রাজনীতি করেছে, কতটা অন্যায় করেছে, সেটা আমি বলতে পারব না। তবে ওই ৭-৮ মাস সময়টা ওর এত লম্বা ক্যারিয়ারের সঙ্গে মিলিয়ে ফেললাম- এটাই আমার কাছে সবচেয়ে অবাক লাগে। সেখানে আমরা যদি একটু বিচক্ষণতার পরিচয় দিতাম...।’

সুজন মনে করেন, সাকিবের অংশ নিতে না পারায় অন্য ক্রিকেটারদেরও ভোগাচ্ছে। হয়তো কেউ সরাসরি মন্তব্য করছেন না। কিন্তু ভেতরে ভেতরে এক সতীর্থের জন্য অন্য সতীর্থদেরও খারাপ লাগছে বলে মনে হচ্ছে তার। দিন শেষে সাকিব যে বাংলাদেশের ক্রিকেটার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাটি খুঁড়তেই মিলল অবিস্ফোরিত মর্টার শেল

ঢাকা ছেড়েছে প্রথম হজ ফ্লাইট

নিষিদ্ধ নাইট ক্রিম বিক্রির অপরাধে জরিমানা 

আইপিএলে দুর্দান্ত শতক হাঁকিয়ে ইতিহাস গড়লেন ১৪ বছরের বৈভব

ঠাকুরগাঁওয়ে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

মাদকসেবন করতে না দেওয়ায় তরুণের আত্মহত্যার চেষ্টা

জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ চ্যাথাম হাউজের প্রতিনিধির বৈঠক

বিদ্যুৎবিহীন আশুলিয়ার ডিইপিজেড, ৯০ কারখানায় ছুটি ঘোষণা

সিলেটে দুই কিশোরীকে দিয়ে অনৈতিক কাজ, স্বামী-স্ত্রী কারাগারে

শহীদ কন্যা লামিয়ার পরিবারের পাশে বিএনপির স্বাস্থ্য সেল

১০

দেশে চাঁদাবাজি দখলদারি নিয়ে ব্যস্ত একটি দল : চরমোনাই পীর

১১

৩১ দফা হলো মানুষের অধিকার : নিজান

১২

আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

১৩

অবশেষে বদলি হলেন ওসি সফিকুল

১৪

সুনামগঞ্জে উপজেলা আ. লীগ সভাপতিসহ ৫ নেতা কারাগারে

১৫

নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা, সন্ত্রাসীদের গণপিটুনি

১৬

হজ ফ্লাইটের উদ্বোধন, রাতে ঢাকা ছাড়ছেন ৩৯৮ হজযাত্রী

১৭

ইসরায়েলি চাপ তোয়াক্কা না করেই পারমাণবিক কর্মসূচির পথে ইরান

১৮

টানা শাটডাউন কর্মসূচির ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের 

১৯

ন্যায্য নগর গঠনে ভূমিকা রাখবে নবায়নযোগ্য জ্বালানি : ডিএনসিসি প্রশাসক

২০
X