আরও নতুন চারটি স্টেডিয়ামের সঙ্গে টেলিভিশন চ্যানেল পেতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি বিসিবির কার্যনির্বাহী সভায় এই অনুমোদন দেওয়া হয়। পূর্বাচলে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের সঙ্গে যোগ হতে যাচ্ছে গাজীপুর, পুবাইল ও নারায়ণঞ্জে তিনটি নতুন স্টেডিয়াম।
এ জায়গায় স্টেডিয়াম তৈরি করার জন্য জমি কেনার অনুমোদন দিয়েছে বিসিবির পরিচালনা পর্ষদ। এ ছাড়া চট্টগ্রাম ও বগুড়াতেও জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামের ভেতর ও বাইরের খেলার মাঠগুলো উপযোগী করার জন্য তাৎক্ষণিক নীতিগত অনুমোদনও দেওয়া হয়েছে। সিলেট-চট্টগ্রামসহ সারা দেশে বিদ্যমান ইনডোর সেন্টারে নতুন টার্ফ স্থাপন এবং নতুন করে অনুশীলন টার্ফ স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া বিসিবি নিজস্ব টেলিভিশন চ্যানেলের লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া শুরু করার অনুমোদনে সম্মত হয়েছেন বিসিবি কর্মকর্তারা।
বিসিবি আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন নির্দেশিকা-২০২২ এবং আঞ্চলিক অ্যাডহক কমিটিগুলোর অনুমোদন পায় বিসিবির পরিচালনা পর্ষদের সভায়।
মন্তব্য করুন