চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দোটানা কেটে গেছে। হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হবে আসন্ন এই টুর্নামেন্ট। ইতিমধ্যে দ্বিতীয় দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে শুধুমাত্র ভারতের ম্যাচগুলোই হবে আমিরাতের দুবাই শহরে। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে এমনটা উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে; ২০ ফেব্রুয়ারি দুবাইতে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আমিরাতের সিনিয়র মন্ত্রী ও এমিরেটস ক্রিকেট বোর্ডের প্রধান শেখ নাহিয়ান আল মুবারকের সঙ্গে বৈঠকের পর এমন সিদ্ধান্ত নিয়েছেন পিসিবি প্রেসিডেন্ট মহসিন নাকভি। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কেউই বিষয়টি খোলাসা করেনি। এমনকি আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, খুব শিগগিরই প্রকাশ করা হবে টুর্নামেন্টের সময় সূচি।
তবে ইএসপিএন বলছে, গ্রুপ ‘এ’ তে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে রাখা হয়েছে। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে খেলবে ভারত। দুদিন পর অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি হবে ভারত-পাকিস্তান জমজমাট লড়াই। ২ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। অন্য গ্রুপে থাকা আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচগুলো হবে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে। টুর্নামেন্টের সেমিফাইনাল হবে ৪ ও ৫ মার্চ। তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে ভারত যদি শেষ চারে জায়গা করে নেয়, তাহলে তারা খেলবে দুবাইতে। এমনকি ভারত ফাইনালে উঠলে শিরোপা নির্ধারণী ম্যাচটিও পাকিস্তানে হবে না। সেটাও দুবাইতেই আয়োজন করবে আইসিসি। এমন প্রস্তুতি নিয়েই টুর্নামেন্টের দিকে এগোচ্ছে তারা।
মন্তব্য করুন