আত্মিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি ক্রিকেট-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) ঢাকা কলেজের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
নাটোর জেলা ছাত্রকল্যাণ পরিষদের পক্ষ থেকে বনলতা এক্সপ্রেস এবং পিরোজপুর একাদশ এতে অংশগ্রহণ করে। প্রথমে বনলতা এক্সপ্রেস টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ১২ ওভারে ব্যাটিং করে ৫ উইকেটের বিনিময়ে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১২১ রানে। দ্বিতীয় ইনিংসে পিরোজপুর একাদশ মাঠে নেমে বনলতা এক্সপ্রেসের বোলিংয়ের তোপের মুখে ১১০ রানে ৮ উইকেটের বিনিময়ে ইনিংসের সমাপ্তি ঘটে। ম্যান অব দ্য ম্যাচ হন জাকারিয়া হোসেন।
এতে নাটোর বনলতা এক্সপ্রেস ১০ রানে জয়ী হয়। খেলা শেষে বক্তব্য দেন ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর মো. আনোয়ার মাহমুদ।
মন্তব্য করুন