দেশের মিডিয়া হাউসগুলোর মাল্টিমিডিয়া সাংবাদিকদের নিয়ে জার্নালিস্ট ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসর শুরু হয়েছে।
পাওয়ার্ড বাই পিপল এন টেকের এ আসর মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ক্রিকেট গ্রাউন্ডে শুরু হয়ে। আট দলের এ আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ঢাকা কিংস। আর এতেই তারা পা রেখেছে সেমিফাইনালে।
গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে পদ্মা ফাইটার্সকে ১২১ রানের টার্গেট দেয় ঢাকা কিংস। বড় রানের লক্ষ্য তাড়া করতে নেমে পদ্মা ফাইটার্সও আক্রমনাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। তবে ঢাকা কিংসের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচ নিজেদের করে ঢাকা কিংস। শেষ পর্যন্ত ১০ রানের জয় নিযে মাঠ ছাড়ে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ঢাকা কিংস।
সাংবাদিকদের মানসিকভাবে চাঙ্গা রাখতে আয়োজিত এই টুর্নামেন্ট তিন দিন চলবে। আট দলের এই আসরে দলগুলো খেলছে দুই গ্রুপে বিভক্ত হয়ে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।
মন্তব্য করুন