দেশের মিডিয়া হাউসগুলোর মাল্টিমিডিয়া সাংবাদিকদের নিয়ে জার্নালিস্ট ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসর শুরু হয়েছে। পাওয়ার্ড বাই পিপল এন টেকের এ আসর মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ক্রিকেট গ্রাউন্ডে শুরু হয়ে। আট দলের এ আসরে জয় পেয়েছে ঢাকা কিংস।
সাংবাদিকদের মানসিকভাবে চাঙ্গা রাখতে আয়োজিত এই টুর্নামেন্ট চলবে তিন দিন ধরে। আট দলের এই আসরে দলগুলো খেলছে দুই গ্রুপে বিভক্ত হয়ে। দুই দিনের রাউন্ড টেবিল খেলার মাধ্যমে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চার দল খেলবে সেমিফাইনাল। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।
১০ ওভারের খেলায় উদ্বোধনী দিনে জয় পেয়েছে ঢাকা কিংস। বাংলা ওয়ারিয়র্সের দেওয়া ১২১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ঢাকা কিংসের ব্যাটাররা দলীয় নৈপুণ্যে জয় ছিনিয়ে আনে। দুই বল বাকি থাকতেই জয় পায় কিংস।
মন্তব্য করুন