স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

লিটনের ফর্ম নিয়ে চিন্তিত বিসিবি

লিটন দাস। ছবি : সংগৃহীত
লিটন দাস। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন সোমবার (১৬ ডিসেম্বর) জানিয়েছেন, টাইগার ব্যাটার লিটন দাসের সাম্প্রতিক সাদা বলের পারফরম্যান্স নিয়ে তারা উদ্বিগ্ন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লিটন যথাক্রমে ২, ৪ এবং ০ রান করেন। এরপর প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও শূন্য রানে আউট হন তিনি। সেই ম্যাচে যদিও বাংলাদেশ জয় পায় ৭ রানে।

শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় আশরাফ বলেন, ‘লিটনের ব্যাটিং সামর্থ্য নিয়ে দলের প্রত্যাশা বরাবরই বেশি। তবে সাম্প্রতিক সময়ে তিনি সাদা বলের ক্রিকেটে ধারাবাহিক নন। এ কারণেই টুর্নামেন্টের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে একাদশের বাইরে রাখা হয়েছিল।’

তিনি আরও যোগ করেন, ‘লিটন বর্তমানে টি-টোয়েন্টি দলের অধিনায়ক এবং একটি চলমান সিরিজের মধ্যে আছি। তাই এই মুহূর্তে তার ফর্ম নিয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। তবে আমরা অবশ্যই উদ্বিগ্ন যে তিনি যেভাবে আউট হচ্ছেন, সেটা ভালো লক্ষণ নয়। তার ব্যাটিংয়ে কোনও টেকনিক্যাল পরিবর্তন প্রয়োজন হলে কোচরা সহযোগিতা করবেন। প্রয়োজন হলে তাকে বিশ্রাম দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। তবে পরের দুই ম্যাচে হয়তো তিনি ফিরে আসতেও পারেন।’

লিটনের অধিনায়কত্বের বিষয়ে আশরাফ বলেন, ‘জাতীয় দলের অধিনায়ক নির্বাচনের দায়িত্ব বোর্ডের। আমাদের কাজ দল নির্বাচন করা। বোর্ডই পরিস্থিতি বিবেচনায় অধিনায়ক বেছে নেয়। আমি দায়িত্ব নেওয়ার পর ‘এ’ দল এবং হাই-পারফরম্যান্স দলের অধিনায়ক বাছাইয়ের সুপারিশ করেছি, কিন্তু জাতীয় দলের বিষয়ে নয়। তাই লিটনকে অধিনায়ক করার সিদ্ধান্ত বোর্ডের।’

এদিকে, তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। সাকিবের রাজনৈতিক ইস্যু এবং বোলিং অ্যাকশন সন্দেহের কারণে তার আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্যদিকে, তামিম এনসিএল টি-টোয়েন্টি দিয়ে ক্রিকেটে ফিরেছেন এবং ইতোমধ্যেই দুইটি হাফ সেঞ্চুরি করেছেন।

তামিম প্রসঙ্গে আশরাফ বলেন, ‘তামিমের ফিটনেস আরও উন্নত করার প্রয়োজন। তবে দীর্ঘদিন খেলায় থাকলে খেলোয়াড়রাই জানেন কীভাবে নিজেদের প্রস্তুত করতে হয়। বোর্ড তার পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা দেবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমান ১৭ বছর জনগণকে নিয়ে আন্দোলন করেছেন : আজাদ

বিজয় দিবসে মালয়েশিয়ায় শিক্ষার্থীদের ফুটসাল টুর্নামেন্ট

পালানোর পর প্রথমবার বিবৃতি / আসাদ বললেন, ‘আমি পদত্যাগের কথা ভাবিনি’

নেশার টাকার জন্য ভাতিজির কানের দুল ছিনিয়ে নিলেন চাচা, অতঃপর...

এক দশকের মধ্যে সিরিয়ার উপকূলে ইসরায়েলের ভয়াবহ হামলা

কলেজ অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে ছাত্রদলের হট্টগোল, অধ্যক্ষের পদত্যাগ দাবি

ইয়েমেন থেকে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

বঙ্গভবনের আমন্ত্রণ প্রত্যাখ্যান, যোগ দেননি কর্নেল অলি

‘দেশীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত’

‘অন্তর্বর্তী সরকার আন্তরিক হলে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব’

১০

বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের সংবর্ধনা

১১

দাম সহনীয় রাখতে সয়াবিন তেলে ভ্যাট কমাল সরকার

১২

কিশোরগঞ্জে বিজয় দিবসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল

১৩

‘মোদির বক্তব্যের প্রতিবাদ জানাতে হবে অন্তর্বর্তী সরকারকে’

১৪

ইসরায়েলি সেনাদের কঠোর হুঁশিয়ারি দিল ইরান

১৫

চট্টগ্রামে বিএনপির দুগ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬০

১৬

বরিশালে নাগরিক কমিটি কর্মসূচিতে হামলা

১৭

আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা

১৮

লিটনের ফর্ম নিয়ে চিন্তিত বিসিবি

১৯

শেখ হাসিনাই জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক : সেলিম উদ্দিন

২০
X