গাব্বার ব্যাটিংবান্ধব উইকেটে ট্র্যাভিস হেড ও স্টিভ স্মিথের দুর্দান্ত সেঞ্চুরিতে ভারতীয় বোলিংকে পরাস্ত করে অস্ট্রেলিয়া ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেছে। হেডের ১৬০ বলে ১৫২ রানের ইনিংস তার শেষ ছয় ইনিংসে ভারতের বিপক্ষে তৃতীয় সেঞ্চুরি, যার মধ্যে দুইটিই এলো টানা দুই ম্যাচে। এছাড়াও স্টিভ স্মিথ তার ৩৩তম টেস্ট সেঞ্চুরি এবং ভারতের বিপক্ষে ১০ম সেঞ্চুরি তুলে নিয়েছেন। এই দুই ব্যাটারের ২৪১ রানের জুটি দলকে দ্বিতীয় দিনের শেষে ৪০৫/৭ রানে পৌঁছে দিয়েছে।
দ্বিতীয় দিনের শুরুতে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ দুর্দান্ত ফর্মে ছিলেন। তিনি উসমান খাজা এবং নাথান ম্যাক্সুইনিকে দ্রুত ফেরান এবং সিরিজে অস্ট্রেলিয়ার ওপেনারদের বিপক্ষে তার ধারাবাহিক সাফল্য বজায় রাখেন। মর্নিং সেশনে নিতীশ রেড্ডি মার্নাস লাবুশেনকে আউট করে ভারতের চাপ ধরে রাখেন।
৭৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে থাকা অস্ট্রেলিয়াকে উদ্ধার করেন হেড ও স্মিথ। লাঞ্চের পর থেকেই তাদের শাসন শুরু হয়। ৪৩ ওভার পুরনো বল দিয়ে বোলিং করা ভারতের বোলাররা তেমন সুবিধা করতে পারেননি। হেড তার ৫০ পূর্ণ করতে মাত্র ৭১ বল খেলেন এবং এরপর আরও গতিময় ব্যাটিং করেন। অন্যদিকে, স্মিথ তার হাফ-সেঞ্চুরি করতে ১২৮ বল খেললেও পরবর্তী পঞ্চাশ রান তুলতে মাত্র ৫৭ বল নেন।
বিকালের চায়ের বিরতির পর থেকে দ্বিতীয় নতুন বল নেওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া ১২৭ রান সংগ্রহ করে। তবে, বুমরাহ নতুন বল হাতে আবারও ভারতকে ফিরিয়ে আনেন এবং তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। তার ৫/৭২ বোলিং ফিগার দলকে আশার আলো দেখালেও শেষের দিকে অ্যালেক্স কেরি (৪৫*) এবং প্যাট কামিন্সের ইনিংস অস্ট্রেলিয়ার সংগ্রহকে শক্তিশালী করে।
সংক্ষিপ্ত স্কোর: (দ্বিতীয় দিন শেষে)
অস্ট্রেলিয়া: ৪০৫/৭ (ট্র্যাভিস হেড ১৫২, স্টিভ স্মিথ ১০১; জাসপ্রিত বুমরাহ ৫/৭২)
মন্তব্য করুন