ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কোনরকম লড়াই করার মতো সংগ্রহই দাঁড় করিয়েছে বাংলাদেশ। তবে শুরুতে ব্যাটিং বিপর্যয়ের পর মাহমুদউল্লাহ রিয়াদ এবং তানজিম হাসান সাকিবের রেকর্ড গড়া জুটি দলকে ভদ্রস্থ স্কোর এনে দেয়। শেষ পর্যন্ত ৪৫.৫ ওভারে ২২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। সিরিজ জিততে ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে ২২৮ রান।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা আশানুরূপ হয়নি। উদ্বোধনী জুটিতে দ্রুত রান তোলার চেষ্টা করলেও সৌম্য সরকার মাত্র ২ রানে বিদায় নেন। তানজিদ হাসান ঝোড়ো ব্যাটিং করেন এবং ৩৩ বলে ৪৬ রান করেন। কিন্তু তার বিদায়ের পরপরই চাপে পড়ে দল। লিটন দাস (৪), মেহেদী হাসান মিরাজ (১) এবং জাকের আলী (৩) দ্রুত আউট হয়ে যান।
এরপর মাহমুদউল্লাহ এবং আফিফ হোসেন কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। পঞ্চম উইকেটে তারা ৩৬ রানের জুটি গড়লেও আফিফ ২৬ রানে আউট হন। ৭ উইকেট হারিয়ে ১১৫ রান নিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে বাঁচাতে এগিয়ে আসেন মাহমুদউল্লাহ এবং তানজিম হাসান। তারা ৮ম উইকেটে গড়েন ৯২ রানের দারুণ এক জুটি। এটি বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে ৮ম উইকেটে সর্বোচ্চ রানের জুটি।
তানজিম ৬২ বলে ৪৫ রানের লড়াকু ইনিংস খেলেন। অন্যদিকে, মাহমুদউল্লাহ ৪ ছক্কা ও ২ চারে ৯২ বলে ৬২ রান করেন। শেষদিকে শরীফুল ইসলাম এবং নাহিদ রানা ১০ বলে ১৮ রানের ছোট কিন্তু কার্যকরী একটি জুটি গড়ে দলকে ২২৭ রানে পৌঁছাতে সাহায্য করেন।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন জেডেন সিলস। তিনি মাত্র ২২ রানে ৪ উইকেট নেন। এছাড়া গুড়াকেশ মোতি ২টি এবং রোস্টন চেজ, মারকুইনো মিন্ডলে ও শেফার্ড ১টি করে উইকেট শিকার করেন।
প্রথম ম্যাচে ২৯৪ রান করেও ৫ উইকেটে হেরে গিয়েছিল বাংলাদেশ। সিরিজ বাঁচাতে এই ম্যাচে ২২৭ রান যথেষ্ট হবে কি না, তা নির্ভর করছে পুরোপুরি বোলারদের ওপর।
মন্তব্য করুন