ওয়ানডে সিরিজের ফাঁকেই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা দিয়েছেন টি-টোয়েন্টি দলের বেশ কয়েকজন ক্রিকেটার। এবার তিন ম্যাচের সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর এবারও জায়গা হয়নি। চোটে খেলা হবে না তার। তাই এই সিরিজে নেতৃত্ব দেবেন লিটন দাস। দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন তরুণ পেসার রিমন মন্ডল।
সংক্ষিপ্ত সংস্করণের দলে ফিরেছেন পেসার হাসান মাহমুদ, স্পিনার নাসুম আহমেদ। তবে ছেলে সন্তানের বাবা হওয়ায় খেলা হচ্ছে না মোস্তাফিজুর রহমানের। বাদ পড়েছেন স্পিনার রাকিবুল হাসান।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল: লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি অনিক, শামিম পাটোয়ারি, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও রিপন মন্ডল
মন্তব্য করুন