আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এখনও মাঠে গড়ানোর আগেই নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সম্প্রতি আসরটির অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টসের প্রকাশিত এক প্রোমো ভিডিওতে পাকিস্তানকে স্বাগতিক দেশ হিসেবে উল্লেখ না করায় শুরু হয়েছে সমালোচনা। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের জন্য স্টার স্পোর্টস ২০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে।
ভিডিওতে বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রীত বুমরাহসহ অংশগ্রহণকারী দেশগুলোর তারকা খেলোয়াড়দের দেখানো হলেও পাকিস্তানের স্বাগতিক ভূমিকার কোনও উল্লেখ ছিল না। অথচ ২০২১ সালেই আইসিসি পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব দিয়েছিল। ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে,“২০২৫ সালে ফিরে আসছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি! প্রস্তুত হন উত্তেজনাপূর্ণ ক্রিকেটের জন্য। #ChampionsTrophyOnStar।”
পাকিস্তানকে উল্লেখ না করার এই ঘটনাটি এমন এক সময় ঘটল, যখন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর মধ্যে উত্তেজনা চলছে। নিরাপত্তা ইস্যুতে ভারত পাকিস্তানে সফর করতে অস্বীকৃতি জানিয়ে ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু, যেমন সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের প্রস্তাব দিয়েছে।
শুরুতে পিসিবি এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেও, সাম্প্রতিক খবর অনুযায়ী, আইসিসির চাপে তারা ‘হাইব্রিড মডেল’ মেনে নিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পিসিবিকে সমর্থন দিয়ে বলেছেন, দেশের সম্মান রক্ষা করতে হবে।
এই টুর্নামেন্টের জন্য করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডির স্টেডিয়ামগুলোতে আধুনিকায়নের কাজ চলছে। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত সূচি ঘোষণা না করায় দর্শক ও সম্প্রচারকদের মধ্যে অনিশ্চয়তা রয়ে গেছে।
স্টার স্পোর্টসের প্রোমোতে ‘শীঘ্রই আসছে’ বলে ইঙ্গিত দেওয়া হলেও পাকিস্তানকে স্বাগতিক হিসেবে অবহেলা করা নিয়ে প্রশ্ন উঠেছে। আইসিসি এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তাই সবাই এখন অপেক্ষায় রয়েছে, পাকিস্তান কি চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক থাকবে, নাকি নীরবে তাদের সরিয়ে দেওয়া হবে।
Gear up for heart-pounding cricket action as the ICC Champions Trophy returns in 2025! Who will rise to claim the glory? Stay tuned for #ChampionsTrophyOnStar, coming soon! #ChampionsTrophy2025 pic.twitter.com/UQYWjrafQx— Star Sports (@StarSportsIndia) December 9, 2024
মন্তব্য করুন