দেড় বছর পর জাতীয় দলে সুযোগ পেয়েই বাজিমাত করলেন শারমিন আক্তার সুপ্তা। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে করেছিলেন মোট ২১১ রান। এতেই আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ-নভেম্বরের জন্য সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন ডানহাতি এই টপ অর্ডার ব্যাটার।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আইসিসির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নভেম্বরের সেরার লড়াইয়ে তার সঙ্গে আছেন ইংল্যান্ডের ব্যাটার ড্যানি ওয়াট-হজ ও দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ন্যাডাইন ডি ক্লার্ক। পুরুষদের সংক্ষিপ্ত তালিকায় সুযোগ পেয়েছেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ, পাকিস্তানের পেসার হারিস রউফ ও দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার মার্কো জানসেন।
আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৮৯ বলে ৯৬ রানের ক্যারিয়ার-সেরা ইনিংস খেলেছিলেন সুপ্তা। বাংলাদেশ ম্যাচ জিতে নেয় রেকর্ড ১৫৪ রানে। পরের ম্যাচে শারমিনের ব্যাট থেকে আসে আরও ৪৩ রানের দারুণ ইনিংস। শেষ ম্যাচে ৮৮ বলে ৭২ রান করে ম্যাচসেরা হন তিনি। প্রথম ম্যাচের মতোই দ্বিতীয় ম্যাচেও সেরার পুরস্কার জিতেন সুপ্তা। যদিও সেটা হয়েছিল ডিসেম্বরে।
দ্বিতীয় বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা হওয়ার হাতছানি সুপ্তার সামনে। গত বছরের নভেম্বরে এই স্বীকৃতি পেয়েছিলেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।
মন্তব্য করুন