বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:১৯ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ক্যারিবিয়ান জয়ের পর যা বললেন তাসকিন-তাইজুল

তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। ছবি : সংগৃহীত
তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। ছবি : সংগৃহীত

ক্যারিবিয়ান মাটিতে টেস্ট জয়ে দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান ঘটাল বাংলাদেশ। কিংস্টনের স্যাবাইনা পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সে জয় ছিনিয়ে নিয়ে সিরিজ ড্র করেছে মেহেদী হাসান মিরাজের দল। এই জয়ের নেপথ্যে মূল ভূমিকায় ছিলেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম ও পেসার তাসকিন আহমেদ।

প্রথম ইনিংসে ১৮ রানের লিডের পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সামনে ছিল প্রতিপক্ষকে দ্রুত গুটিয়ে দেওয়ার চ্যালেঞ্জ। আর সেই চাপ মাথায় নিয়ে আরও একবার ৫ উইকেট শিকার করে নিজের দক্ষতার প্রমাণ দিলেন তাইজুল। ক্যারিয়ারে এটি তার ১৫তম পাঁচ উইকেট। ম্যাচ শেষে বিসিবির ক্যামেরার সামনে আত্মতৃপ্তির সুরে তাইজুল বলেন, ‘আমার বোলিং নিয়ে আমি সন্তুষ্ট। দলের প্রয়োজন পূরণ করতে পেরে খুব ভালো লাগছে। এই জয়টা এসেছে অনেক কঠিন কন্ডিশনে। আমাদের বোলিং আক্রমণ এখন খুব ভালো অবস্থানে আছে।’

বল হাতে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি ব্যাট হাতে জাকের আলীর সঙ্গে গুরুত্বপূর্ণ একটি জুটি গড়ে দ্বিতীয় ইনিংসে দলের রান বাড়াতে সহায়তা করেন তাইজুল। সেই অবদানের কথা মনে করিয়ে দেন তিনি, যেখানে লম্বা সময় ক্রিজে থেকে জাকেরকে দারুণ সঙ্গ দেন।

সিরিজসেরা তাসকিনের লড়াই

সিরিজজুড়ে দুর্দান্ত ফর্মে ছিলেন তাসকিন আহমেদ। দুই টেস্টে ১১ উইকেট শিকার করে সিরিজসেরার পুরস্কার জিতেছেন তিনি। বিশেষ করে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে কিসি কার্টি ও জাস্টিন গ্রিভসের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের জয় সহজ করেন। প্রথম টেস্টেও তার পারফরম্যান্স ছিল নজরকাড়া, যেখানে ক্যারিয়ারসেরা ৬ উইকেট নেন।

ম্যাচ শেষে নিজের অনুভূতি জানিয়ে তাসকিন বলেন, ‘আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য অনেক বড় অর্জন। ক্যারিবিয়ান কন্ডিশনে জয় পাওয়া সহজ নয়। সিরিজ ড্র করতে পেরে আমরা সবাই গর্বিত।’

চোট কাটিয়ে ফেরা তাসকিন আরও বলেন, ‘আমার কাঁধের সমস্যা কাটিয়ে টেস্ট ক্রিকেটে নিজের সেরাটা দিতে চেষ্টা করেছি। আল্লাহর রহমতে সামনে আরও ভালো কিছু করার আশা রাখছি।’

মোটের ওপর বাংলাদেশের সাফল্য

টানা কয়েকটি সিরিজে বাজে সময় কাটানোর পর এই ড্র সিরিজকে বড় সাফল্য হিসেবে দেখছেন তাসকিন। তিনি বলেন, ‘ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা চার টেস্টে হারার পর আমরা মানসিকভাবে চাপে ছিলাম। কিন্তু এই সিরিজে সবাই নিজেদের উজাড় করে দিয়েছি। এই পারফরম্যান্স আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা।’

এই জয়ে বাংলাদেশ ক্রিকেট দল নতুন আত্মবিশ্বাসে এগিয়ে যাবে বলেই আশা করছেন ক্রিকেটপ্রেমীরা। ক্যারিবিয়ান সফর শেষ হলেও এই সাফল্যের রেশ থাকবে দীর্ঘদিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় জনস্বাস্থ্য উপ-সহকারীর বিরুদ্ধে ঠিকাদারদের সংবাদ সম্মেলন

দুই মাসের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন চায় ছাত্রসংগঠনগুলো

বাংলাদেশ-যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় স্বাস্থ্য কর্মসূচির অর্জন উদযাপিত

অর্থ পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে ফতুর করা হয়েছে : নিউইয়র্ক টাইমস

চুয়েটে গণিত বিভাগের আয়োজনে আন্তর্জাতিক কনফারেন্স শুরু কাল 

গুলশানের বটতলা বস্তিতে আগুন

নোবিপ্রবিতে ‘ল্যাবরেটরি অব এনিমেল রিসার্চ’ উদ্বোধন

যুবদল নেতা হত্যায় ১০ বছর পর আ.লীগের ৩৪ নেতাকর্মীর নামে মামলা

বাগেরহাটে বিএনপি নেতা বহিষ্কার

ঠাকুরগাঁওয়ে ঘোড় দৌড় প্রতিযোগিতা, দর্শনার্থীর ভিড় 

১০

সব আলেম-ওলামাকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : আমির হামজা

১১

সাভারে ছাত্র হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

১২

ভারতের পতাকা মাড়ানোর ভাইরাল ছবিটি ‘এআই’ দিয়ে তৈরি : রিউমর স্ক্যানার

১৩

নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ

১৪

ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ না : আবু হানিফ

১৫

প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নিয়েছেন ইসলামী আন্দোলনের নেতারা

১৬

হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা

১৭

বিমান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের হাইকমিশনার

১৮

ঢাকায় মিশন বসিয়ে ভিসা দেবে রোমানিয়া, ভুয়া বললেন রাষ্ট্রদূত

১৯

ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

২০
X