ব্যাট হাতে ওয়ানডে সিরিজটা দারুণ গেল শারমিন আক্তার সুপ্তা। জায়গা মিলেছে এবার টি-টোয়েন্টি দলেও। দুই বছর পর সংক্ষিপ্ত সংস্করণের দলে ফিরলেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি দলে সুপ্তা ছাড়াও আছেন জান্নাতুল সুমনা। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে অভিষেকের পর আর খেলা হয়নি তার। মাঝের সময়টা কেটেছে অস্ট্রেলিয়াতে। দেশে ফিরে প্রিমিয়ার লিগ ও জাতীয় লিগে পারফর্ম করে এবার এসেছেন সংক্ষিপ্ত সংস্করণে জাতীয় দলের স্কোয়াডেও।
সুমনাকে দলে নেওয়ার প্রসঙ্গে জাতীয় দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন বলেন, ‘যেহেতু সুলতানা (খাতুন) টানা খেলার মধ্যে আছে। তাকে বিশ্রামের সুযোগ দিতে এবং ব্যাকআপ তৈরি রাখতেই এমন সিদ্ধান্ত। সর্বশেষ লিগের পারফরম্যান্স ও কিছু অনুশীলন ম্যাচ দেখে আমার কাছে সুমনাকে ভালো মনে হয়েছে।’ আর সুপ্তার ছন্দকে কাজে লাগাতেই টি-টোয়েন্টি দলেও এই টপ অর্ডার ব্যাটারকে নেওয়ার কথা বলেছেন তিনি।
বাংলাদেশ নারী ক্রিকেট দল: নিগার সুলতানা (অধিনায়ক, উইকেটরক্ষক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ঋতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফাহিমা ইসলাম, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস, তাজ নেহার ও সানজিদা আক্তার।
মন্তব্য করুন