ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

শুরুটা ভালো করার প্রত্যাশা তামিমের

তানজিদ হাসান তামিম । ছবি : সংগৃহীত
তানজিদ হাসান তামিম । ছবি : সংগৃহীত

তখনো ওয়ানডে সিরিজের দল ঘোষণা হয়নি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা দিতে মিরপুর একাডেমিতে অপেক্ষা করছিলেন নাসুম আহমেদ, তানজিদ হাসান তামিমরা। দল ঘোষণা হতেই দ্রুত সংবাদমাধ্যমের উদ্দেশে সিরিজ নিয়ে ৪ মিনিটের মতো কথা বললেন তামিম। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হতে যাওয়া সিরিজটিতে শুরুটা ভালো করার প্রত্যাশার কথা জানিয়েছেন বাঁ হাতি এই ওপেনার। একই সঙ্গে নিজের ব্যক্তিগত পারফরম্যান্সের উঠা-নামা নিয়েও কথা বলেছেন তিনি।

ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে নেই চোটে পড়া নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একই কারণেই নেই মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়। আর ব্যক্তিগত কারণে ছুটিতে গেছেন মোস্তাফিজুর রহমান। তবে দলে ফিরেছেন বেশ কয়েকজন—লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ, তানজিদ হাসান তামিম। এ ছাড়াও আছেন অভিষেকের অপেক্ষায় থাকা পারভেজ হোসেন ইমন। এ সিরিজেও দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। অধিনায়কের কাছে প্রত্যাশার প্রশ্নে তামিম বলেন, ‘এর আগেও উনি (মিরাজ) দুবাইতে অধিনায়কত্ব করছে। আরও অনেক সিরিজে করেছে। উনি অনেক অভিজ্ঞ খেলোয়াড়। আশা থাকবে তার সেরাটা দিয়ে সিরিজ জয়ে সহযোগিতা করবে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খুব একটা ভালো ছন্দে নেই বাংলাদেশ। ওয়ানডেতে তাই চ্যালেঞ্জটা আরও বেশিই থাকার কথা। তারপরও ভালো কিছুর প্রত্যাশাই বাঁ হাতি এই ওপেনারের, ‘প্রত্যাশা তো সব সময়ই থাকে ভালো করার। কিন্তু আমি যেটা মনে করি যদি ভালো শুরু পারি সিরিজটা। প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। যদি আমরা ভালো একটা জয় দিয়ে করতে পারি, তাহলে বুঝতে পারব এ সিরিজটা কোথায় যাচ্ছে।’

সিরিজ শুরুর আগে তামিমদের মানিয়ে নেওয়ার জন্য কিছুটা সময় থাকছে। একই সঙ্গে মিরাজটা ইতিমধ্যে সেখানে থাকাতে আরও সহজ হবে বলে মনে করেন এই ওপেনার, ‘সব সিরিজে শুরুটা অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু ওখানে অনেকে (মিরাজ-লিটনরা) এখন টেস্ট সিরিজ খেলতেছে, তারা কন্ডিশন সম্পর্কে অনেক ভালো জানে। ওখানে আমাদের একটা অনুশীলন সেশন আছে; আমরা অনুশীলন করার পর বুঝতে পারব আসলে কীরকম চ্যালেঞ্জ আসতে পারে এবং আমরা মোকাবিলা করতে পারি। এর আগেও আমরা বিশ্বকাপ খেলেছিলাম ওখানে, তো ভালো করারই লক্ষ্য থাকবে, চেষ্টা করব আমাদের শুরুটা ভালো করতে।’

সর্বশেষ আফগানিস্তান সিরিজটা ভালো যায়নি তামিমের। ৩, ২২ ও ১৯—এই ছিল তার ব্যাটিং পারফরম্যান্স। এক বছরের পুরো ক্যারিয়ারটাই তার এমন উঠা-নামার মধ্য দিয়ে যাচ্ছে। অথচ জাতীয় দলে সুযোগ পাওয়ার আগে ঘরোয়া ক্রিকেটে ছিলেন দুর্দান্ত পারফর্মার। নিজেও তাই কিছুটা হতাশ, ‘ব্যক্তিগতভাবে মনে করি আমার আরও দায়িত্বশীলতা বাড়াতে হবে, আমি যেভাবে শুরু করি সেখান থেকে এগিয়ে নিতে পারিনি। এখন থেকে চেষ্টা থাকবে যদি আমি ইনিংসটা ভালো শুরু করি, সেক্ষেত্রে দায়িত্ব নিয়ে কীভাবে আমি ইনিংসটা বড় করব।।’

বাংলাদেশ ওয়ানডে দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন, মাহমুদউল্লাহ, জাকের আলি, আফিফ হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান, নাহিদ রানা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আন্ত-বিশ্ববিদ্যালয় রিসার্চ পোস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত

আগরতলায় সহকারী হইকমিশনে হামলা, প্রতিবাদে জবিতে বিক্ষোভ

সামাজিক দায়বদ্ধতা তহবিল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

‘এখন সবাই মুক্তভাবে কথা বলতে পারছেন’

ভেড়ামারায় শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ

সিএমপির পাঁচ কর্মকর্তাকে বদলি

‘আ.লীগের মাত্রাতিরিক্ত বাড়াবাড়ির কারণে তাদের এ শোচনীয় পরিণতি’

বর্ষসেরা শব্দ ‘ব্রেন রট’: টিকটক ও রিলসের সঙ্গে কী সম্পর্ক?

‘ভারতকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে’

মেহেরপুরের শহীদ আবু সাঈদ ক্লাবে হামলা-ভাঙচুর

১০

‘ভারতীয় আগ্রাসন রুখে দাও’ স্লোগানে উত্তাল ঢাবি

১১

বাজারে বিক্রির সময় টিসিবির ৩০ বস্তা চাল জব্দ

১২

সেন্টমার্টিনে ভেসে এলো যুবকের মরদেহ

১৩

ইসরায়েলকে ‘গণহত্যায় দায়ী বর্ণবাদী রাষ্ট্র’ ঘোষণা অক্সফোর্ড ইউনিয়নের

১৪

সব সরকারি চাকরিতে আবেদন ফি ২০০ করার দাবি

১৫

টি-টোয়েন্টি দলে সুপ্তা-সুমনা

১৬

জনগণ এখন স্বাধীনভাবে চলাচল করতে পারছেন : আমিনুল হক

১৭

ছারছিনা পীরের সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাৎ

১৮

পারভেজ তমালের আরও ৬ সহযোগীর ব্যাংক হিসাব তলব

১৯

আমরা ভারতের আধিপত্যবাদ মেনে নেব না : হারুন ইজহার

২০
X