ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ০২:১৬ এএম
অনলাইন সংস্করণ

সিরিজ জিতে চোখ হোয়াইটওয়াশে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কোনটা এখন বেশি গুরুত্বপূর্ণ—সিরিজ জয় নাকি দুই পয়েন্ট? এমন প্রশ্নের উত্তরে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বললেন, ‘২ পয়েন্ট পাওয়া।’ কেন সেটাও জানিয়ে দিলেন এভাবে, ‘সিরিজ জয় অবশ্যই দলের জন্য অনেক ভালো। একটা মোমেন্টাম তৈরি করা। পয়েন্টটাই আমাদের কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ। আরও ২টা পয়েন্ট পেলাম। এজন্য আরও বেশি খুশি।’

ওয়ানডে বিশ্বকাপের কোয়ালিফাই এড়াতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটা জ্যোতিদের জন্য মহাগুরুত্বপূর্ণও বটে। দুই ম্যাচ শেষে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছেন তারা; পয়েন্ট হিসেবে যোগ হলো আরও ৪টি। সেজন্যই এবার হোয়াইটওয়াশে চোখ রাখছেন জ্যোতিরা। শেষ ম্যাচ জিতলে রেকর্ডের সঙ্গে ওমেন্স চ্যাম্পিয়নশিপের দৌড়েও আরও ২ পয়েন্ট নিয়ে এগিয়ে যাবেন তারা।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। ৩৭ বল বাকি রেখে সহজ জয় তুলে নেয় স্বাগতিকরা। ব্যাটিংয়ে ওপেনার মুর্শিদা খাতুন ছাড়া সবাই ব্যাট হাতে ধারাবাহিকতা ধরে রেখেছেন। ৫০ রান করেন ফারজানা হক পিংকি, ৪৩ রানের দারুণ ইনিংস খেলেন শারমিন আক্তার সুপ্তা। তবে ৩৯ বলে ৪০ রানে ম্যাচসেরা হন অধিনায়ক জ্যোতি।

সতীর্থদের ভালো দিনে ম্যাচসেরা হওয়াটা চমকের মতোই ছিল জ্যোতির জন্য। নিজেই বললেন সেকথা, ‘একদম হুট করে (ম্যাচসেরা)। আমি পুরোপুরি সারপ্রাইজড। আমার মনে হয়েছিল, পিংকি আপু হবেন।’ সিরিজ শুরুর আগেও বাংলাদেশের বড় শঙ্কার জায়গা ছিল ব্যাটিং। বিশেষ করে টপ অর্ডারে ভালো শুরু না পাওয়াকে নিয়েই বেশি চিন্তা ছিল টিম ম্যানেজমেন্টের। তবে প্রথম দুই ওয়ানডেতে ধারাবাহিকতা ধরে রেখেছেন পিংকি, সুপ্তা, জ্যোতিরা। এতে মিডল অর্ডারকে খুব বেশি চাপে পড়তে হয়নি। সতীর্থদের কাছে এ বার্তাটাই ছিল জ্যোতির, ‘আজকে সকালে আমি ক্রিকেটারদের যে বার্তাটা দিয়েছি, ধারাবাহিক হতে পারাই মূল। প্রথম ম্যাচে আমরা যে রানটা করেছি, সেটা যদি করতে পারি। অথবা যারা রান করেছি, তারা যদি আজকে না করতে পারি, তাহলে কিন্তু আসলে ওইভাবে মূল্যায়ন করা যায় না। তাই ধারাবাহিকতা যেন বজায় থাকে, সেটা অনেক গুরুত্বপূর্ণ ছিল।’

অবশ্য ব্যাটারদের এমন দায়িত্বশীলতায় এখন আরও একটি নতুন চ্যালেঞ্জ নিয়ে ভাবছেন অধিনায়ক, ‘আবারও একটা প্রশ্ন, এটা (ধারাবাহিক রান করা) আমরা পরের ম্যাচে করতে পারব কিনা। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, যেন পরের ম্যাচেও এরকম ব্যাটিং করতে পারি।’

প্রথম ম্যাচে ১৫৪ রানে জিতে রেকর্ড গড়েছিল বাংলাদেশ। ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ ব্যবধানে জয় বলে কথা। এবার ১৯৪ রানের লক্ষ্য তাড়া করে জেতাতে হলো আরেকটি রেকর্ড। দেশের মাটিতে সবচেয়ে বড় রান তাড়া করে জয়। তৃতীয় ম্যাচে কি রেকর্ড চান জ্যোতি, ‘আমরা যা করছি, রেকর্ড হয়ে যাচ্ছে। এটা হলো বিষয় (হাসি)। আমাদের মাথায় আপাতত ২ পয়েন্ট। এর সঙ্গে হচ্ছে, আমরা যেন তাদের হোয়াইটওয়াশ করতে পারি। কখনও কোনো দলকে করতে পারিনি। এটা আমাদের দলের জন্য একটা মাইলফলক হবে।’ জ্যোতির চাওয়া প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার তৃপ্তি পাওয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড্ডার সুবাস্তু কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে

স্টামফোর্ড সাংবাদিক ফোরামের মিলনমেলা

‘প্রতিহিংসার রাজনীতিতে আমি বিশ্বাস করি না’

অস্ত্রের মুখে অপহৃত ৬ শ্রমিকের তিনজনই নিখোঁজ

বাড্ডায় সুবাস্তু শপিং কমপ্লেক্সে আগুন

ইসকনের উপাসনালয়ে ভাঙচুরের মামলায় ছাত্রলীগের তিনজন আটক

স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলামের নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল

সিরিজ জিতে চোখ হোয়াইটওয়াশে

মিনি হাসপাতালে জাতীয় দল

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার তিন প্রোটিয়া ক্রিকেটার

১০

তিন শর্তে হাইব্রিড মডেলে রাজি পাকিস্তান

১১

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপি নেতা সালাহউদ্দিন

১২

রাতেই পরিবারের জিম্মায় সাংবাদিক মুন্নী সাহা

১৩

ঢাবির ফুটপাতে পড়েছিল নবজাতকের মরদেহ

১৪

বগুড়ায় জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা

১৫

জানালার গ্রিলে ঝুলন্ত ইডেন কলেজের ছাত্রীর মরদেহ

১৬

বিদ্যুৎ ও জ্বালানির বিশেষ আইন বাতিল করে অধ্যাদেশ জারি

১৭

স্বামী আর ফিরবে না, ভাতও তবে জুটবে না!

১৮

সব কষ্ট ভুলে দেশের মানুষের জন্য কাজ করতে হবে : ডিএমপি কমিশনার

১৯

কারেন্ট জাল দিয়ে তিস্তায় মাছ ধরলে কঠোর ব‍্যবস্থা : মৎস্য উপদেষ্টা

২০
X