স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ০১:৫৮ এএম
অনলাইন সংস্করণ

তিন শর্তে হাইব্রিড মডেলে রাজি পাকিস্তান

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ আয়োজন নিয়ে উত্তপ্ত বিতর্কের মধ্যে নতুন শর্ত আরোপ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতের প্রস্তাবিত ‘হাইব্রিড মডেল’ মেনে নিতে পাকিস্তান এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তবে পিসিবি তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে, তিনটি শর্ত পূরণ হলেই কেবল এই মডেলে রাজি হওয়া সম্ভব।

পিসিবি’র তিনটি শর্ত

পাকিস্তান তাদের দাবির মাধ্যমে আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্রিকেটে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। পিসিবির শর্তগুলো হলো:

দুবাইয়ে ম্যাচ আয়োজন ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা

ভারতের গ্রুপ পর্বের ম্যাচ এবং যদি তারা নকআউট পর্বে পৌঁছে, সেই ম্যাচগুলো দুবাইয়ে আয়োজন করতে হবে। তবে ভারতের বিপক্ষে যেসব দল খেলবে তাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পিসিবি জানিয়েছে, নিরাপত্তার কোনো ঘাটতি হলে এই পরিকল্পনা কার্যকর হবে না।

ভারত বাদ পড়লে টুর্নামেন্ট পাকিস্তানে ফিরে আসবে

গ্রুপ পর্বে ভারত যদি টুর্নামেন্ট থেকে বাদ পড়ে, তবে বাকি ম্যাচগুলো আগের সূচি অনুযায়ী পাকিস্তানে অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল এবং ফাইনালসহ সব ম্যাচ পাকিস্তানের লাহোরে আয়োজন করতে হবে। এমন পরিস্থিতিতে আর কোনো ম্যাচ দুবাইয়ে আয়োজন করা যাবে না।

ভারতে ভবিষ্যৎ টুর্নামেন্টের জন্য নিরপেক্ষ ভেন্যু

যদি ভবিষ্যতে ভারত আইসিসি থেকে কোনো টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পায়, তবে পাকিস্তান সেই টুর্নামেন্টে ভারতে খেলতে যাবে না। পরিবর্তে, পাকিস্তানের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে হবে।

আইসিসির প্রতিক্রিয়া এবং চাপ

পিসিবির দাবি মেনে নেওয়ার বিষয়ে আইসিসি এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি। তবে, সংস্থাটি ইতোমধ্যেই পাকিস্তানকে সতর্ক করেছে যে, তারা যদি হাইব্রিড মডেল মেনে নিতে ব্যর্থ হয়, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন পাকিস্তানের বদলে অন্য কোনো দেশে স্থানান্তরিত করা হবে।

বৈঠকের পরিস্থিতি

শুক্রবার আইসিসির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এই বৈঠক মাত্র ১৫ মিনিটের মধ্যেই স্থগিত হয়ে যায়। সদস্য দেশগুলোকে নিজেদের অবস্থান এবং সিদ্ধান্ত জানানোর জন্য আরও সময় দেওয়া হয়েছে। শনিবার আবার ভার্চুয়াল মাধ্যমে বৈঠক ডাকা হয়েছে, তবে তা অনুষ্ঠিত হয়নি।

সমাধানের অপেক্ষা

আইসিসি সমস্ত সদস্য দেশকে একটি গ্রহণযোগ্য সমাধান বের করার আহ্বান জানিয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

পাকিস্তান-ভারত দ্বন্দ্বের পুনরাবৃত্তি

চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের এই সংকট আবারও দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনাকে সামনে এনেছে। পাকিস্তানের শর্তগুলো যেখানে তাদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে, সেখানে ভারতের দাবিও সমান জোরালো। এখন দেখার বিষয়, আইসিসি কীভাবে উভয় পক্ষের মধ্যে সমঝোতা করিয়ে টুর্নামেন্ট আয়োজনের ভবিষ্যৎ নিশ্চিত করে।

এই পরিস্থিতি ক্রিকেট বিশ্বে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। পাকিস্তানের শর্ত মেনে নেওয়া না হলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের স্থান বদলের সম্ভাবনা রয়েছে, যা আন্তর্জাতিক ক্রিকেটের নতুন বিতর্ক সৃষ্টি করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড্ডার সুবাস্তু কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে

স্টামফোর্ড সাংবাদিক ফোরামের মিলনমেলা

‘প্রতিহিংসার রাজনীতিতে আমি বিশ্বাস করি না’

অস্ত্রের মুখে অপহৃত ৬ শ্রমিকের তিনজনই নিখোঁজ

বাড্ডায় সুবাস্তু শপিং কমপ্লেক্সে আগুন

ইসকনের উপাসনালয়ে ভাঙচুরের মামলায় ছাত্রলীগের তিনজন আটক

স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলামের নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল

সিরিজ জিতে চোখ হোয়াইটওয়াশে

মিনি হাসপাতালে জাতীয় দল

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার তিন প্রোটিয়া ক্রিকেটার

১০

তিন শর্তে হাইব্রিড মডেলে রাজি পাকিস্তান

১১

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপি নেতা সালাহউদ্দিন

১২

রাতেই পরিবারের জিম্মায় সাংবাদিক মুন্নী সাহা

১৩

ঢাবির ফুটপাতে পড়েছিল নবজাতকের মরদেহ

১৪

বগুড়ায় জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা

১৫

জানালার গ্রিলে ঝুলন্ত ইডেন কলেজের ছাত্রীর মরদেহ

১৬

বিদ্যুৎ ও জ্বালানির বিশেষ আইন বাতিল করে অধ্যাদেশ জারি

১৭

স্বামী আর ফিরবে না, ভাতও তবে জুটবে না!

১৮

সব কষ্ট ভুলে দেশের মানুষের জন্য কাজ করতে হবে : ডিএমপি কমিশনার

১৯

কারেন্ট জাল দিয়ে তিস্তায় মাছ ধরলে কঠোর ব‍্যবস্থা : মৎস্য উপদেষ্টা

২০
X