অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার এবং আইপিএল কিংবদন্তি ডেভিড ওয়ার্নার, যিনি একসময় আইপিএলের অন্যতম সফল অধিনায়ক এবং ব্যাটার ছিলেন, ২০২৫ আইপিএল মেগা নিলামের প্রথম দফায় অবিক্রীত থেকে গেছেন। নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি টাকা। কিন্তু, সকল টেবিলে নীরবতা বিরাজ করছিল।
ওয়ার্নারের ক্ষেত্রে এমন নীরবতা অনেককেই অবাক করেছে, কারণ তিনি একসময় সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্ব দিয়ে আইপিএল শিরোপা জিতিয়েছিলেন এবং আইপিএলের সর্বকালের সেরা ব্যাটারদের একজন। তবে, নিলামে প্রথমবারে অবিক্রীত থাকা মানেই শেষ নয়।
নিলামের দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ে তাকে আবারও নিলামে ফেরানো হতে পারে। তবে, তার ভবিষ্যৎ কোন দলের সঙ্গে যুক্ত হবে বা তিনি আবারও আইপিএলে খেলার সুযোগ পাবেন কি না, তা দেখার জন্য সকলের নজর থাকবে।
এখন প্রশ্ন উঠছে, ওয়ার্নার কি তার আইপিএল কেরিয়ার পুনর্জীবিত করতে পারবেন? তার অভিজ্ঞতা এবং দক্ষতা তাকে যে কোনো দলে শক্তিশালী সম্পদে পরিণত করতে পারে। তবে, নিলামে তার প্রতি আগ্রহের অভাব কিছুটা হতাশাজনক।
দল পেয়েছেন যারা
২০২৫ সালের আইপিএল নিলামে বেশ কিছু উল্লেখযোগ্য খেলোয়াড় দল পেয়েছেন, যেখানে পান্ত-আইয়ারের পর সবচেয়ে বড় চুক্তি হয়েছে ভেঙ্কটেশ আইয়ারের। কলকাতা নাইট রাইডার্স তাকে ২৩.৭৫ কোটি রুপির বড় চুক্তিতে দলে নিয়েছে। চেন্নাই সুপার কিংস ৯.৭৫ কোটি রুপিতে অভিজ্ঞ অলরাউন্ডার রবীচন্দ্রন অশ্বিন এবং ৪.০০ কোটিতে রাচিন রবীন্দ্রকে কিনেছে। দিল্লি ক্যাপিটালস ১৪.০০ কোটিতে কেএল রাহুলকে এবং ৯.০০ কোটিতে জেক ফ্রেজার-ম্যাকগার্ককে দলে নিয়েছে। চেন্নাই সুপার কিংস আরও ৩.৪০ কোটিতে রাহুল ত্রিপাঠী এবং ৬.২৫ কোটিতে ডেভন কনওয়েকে তাদের দলে যুক্ত করেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৮.৭৫ কোটিতে লিয়াম লিভিংস্টোনকে দলে নিয়েছে। গুজরাট টাইটান্স ১২.২৫ কোটিতে মোহাম্মদ সিরাজকে দলে পেয়েছে, আর পাঞ্জাব কিংস ১৮.০০ কোটিতে যুজবেন্দ্র চাহালকে দলে নিয়েছে। এছাড়া, সানরাইজার্স হায়দরাবাদ ৮.০০ কোটিতে হর্ষল প্যাটেলকে দলে যুক্ত করেছে।
মন্তব্য করুন