বাংলাদেশি আম্পায়াররা দেশ-বিদেশে অত্যন্ত সুনামের সঙ্গে আম্পায়ারিং পরিচালনা কর আসছেন। শরফুদ্দৌলা ইবনে সৈকত নারী ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করেছেন। গত বছরে এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মতো বড় ম্যাচে সফলতার সঙ্গে সিদ্ধান্ত দিয়ে বিশ্বজুড়ে সুনাম অর্জন করেন বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। তা ছাড়া সম্প্রতি গাজী সোহেল লঙ্কা প্রিমিয়ার লিগে এবং মাসুদুর রহমান মুকুল কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টির ফাইনালসহ পুরো টুর্নামেন্টে আম্পায়ারিং করেছেন।
সোহেল-মুকুলরা যখন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে আম্পায়ারিংয়ে বাংলাদেশের পতাকা ওড়াচ্ছেন। তখন জানা গেল আরেক খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আম্পায়ারদের চুক্তি হয় এক জুলাই থেকে আরেক জুন পর্যন্ত। বিসিবির বিভিন্ন শ্রেণির ৩৯ জন আম্পায়ারের সঙ্গে (বিসিবি) চুক্তি নবায়ন না হওয়ায় জুলাই মাসের বেতন পাননি সৈকত-মুকুল-সোহেলরা।
বিসিবির আম্পায়ার বিভাগের এডুকেটর অভি আব্দুল্লাহ আল নোমান সংবাদমাধ্যমকে জানান, আম্পায়ারদের সঙ্গে বেশির ভাগ সময়েই চুক্তি নবায়ন না হলেও বেতন চালু থাকে। তবে কখনো চুক্তি কার্যক্রম শেষ হতে সময় লেগে যাওয়ায় বেতনও বন্ধ থাকে। কিন্তু পরবর্তী সময়ে আগের বেতন সমন্বয় করে দেওয়া হয়। বেতন না পাওয়ার বিষয় নিয়ে বিসিবির আম্পায়ার বিভাগের প্রধান ইফতেখার রহমানকে ফোনে পাওয়া যায়নি।
চলতি মাসেই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে আফগানিস্তান-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই সিরিজে আম্পায়ারিং এর দায়িত্ব পালন করতে যাচ্ছেন বাংলাদেশের আন্তর্জাতিক আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত।
মন্তব্য করুন