ভারত-পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্ব সবারই জানা। লম্বা সময় ধরে পাকিস্তান সফর থেকে ভারতীয় ক্রিকেট দলকে বিরত রেখেছে ভারত সরকার। তবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের স্বত্ব পাওয়ার পর থেকেই পাকিস্তান কঠিন অবস্থান নিয়েছে। যেকোনো মূল্যে তারা এবার ভারতীয় ক্রিকেট দলকে পাকিস্তান সফরে নিতে চায়।
তবে ভারত সরকারও তাদের অবস্থানে অনড়। দুই দলের মুখোমুখি অবস্থানের মাঝেই পাকিস্তানের গণমাধ্যমের খবর, ভারতীয় ক্রিকেট বোর্ড আর্থিক প্রলোভনের মাধ্যমে অন্যান্য দেশগুলোকে হাইব্রিড মডেলে যুক্ত করার প্রচেষ্টা চালাচ্ছে। এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিসিসিআই প্রকাশ্যে নিরাপত্তা ইস্যুকে কারণ হিসেবে উল্লেখ করলেও, গোপনে অন্যান্য ক্রিকেট বোর্ডকে হাইব্রিড মডেল অথবা টুর্নামেন্টটি ভারতে স্থানান্তরের জন্য সমর্থন দিতে রাজি করানোর চেষ্টা চালাচ্ছে।
এদিকে, সকল বোর্ডের সাথে আলোচনা অব্যহত রাখা আইসিসি জানিয়েছে, চূড়ান্ত সূচি সব অংশগ্রহণকারী দল এবং বোর্ডের সাথে আলোচনা করেই নির্ধারিত হবে। কোনোভাবেই এটি ভারতীয় ক্রিকেট বোর্ডের কারণে প্রভাবিত হবে না। গনমাধ্যমের সবশেষ খবর অনুযায়ী, পিসিবি কর্মকর্তারা আইসিসি এবং বিসিসিআই-কে জানিয়েছেন, ভারত যদি পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে ভারতের বদলে একটি শক্তিশালী দল যুক্ত করে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্ট পরিচালিত হবে।
মন্তব্য করুন