সদ্য শেষ হওয়া আফগানিস্তান সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে খেলতে পারেননি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে যে দুটি ম্যাচ খেলেছেন তার প্রভাবেই বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আইসিসি ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন।
দুই ম্যাচে ধারাবাহিক ব্যাটিংয়ের মাধ্যমে শান্ত তার ক্যারিয়ারের সেরা র্যাংকিং অর্জন করেছেন। ১১ ধাপ এগিয়ে শান্ত এখন ২৩ নম্বরে অবস্থান করছেন, যা তার ক্যারিয়ারের শীর্ষ স্থান।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৪৭ এবং দ্বিতীয় ম্যাচে ৭৬ রানের ইনিংস খেলা শান্ত সিরিজের তৃতীয় ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি। তবে তার আগের ইনিংসগুলোই তাকে র্যাঙ্কিংয়ে এগিয়ে দিয়েছে।
অন্যদিকে, সিরিজের শেষ ম্যাচে ৯৮ রানের চমকপ্রদ ইনিংস খেলে অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদও র্যাঙ্কিংয়ে অগ্রগতি অর্জন করেছেন। ১০ ধাপ এগিয়ে তিনি এখন ৪৪ নম্বরে অবস্থান করছেন। তবে চোটের কারণে সিরিজের প্রথম ম্যাচ শেষে বাদ পড়া মুশফিকুর রহিম ৭ ধাপ পিছিয়ে একই ৪৪ নম্বরে নেমে এসেছেন।
বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও এই সিরিজে ব্যাট-বলে উজ্জ্বল ছিলেন। বল হাতে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়ে তিন ম্যাচে যথাক্রমে ২৮, ২২ ও ৬৬ রানের ইনিংস খেলে মিরাজ অলরাউন্ডারদের তালিকায় চার ধাপ উন্নতি করে বর্তমানে চতুর্থ স্থানে রয়েছেন। একইসঙ্গে বোলিং র্যাংকিংয়ে ৯ ধাপ এগিয়ে তিনি এখন ২৩ নম্বরে অবস্থান করছেন।
মন্তব্য করুন