আফগানদের বিপক্ষে সদ্য হেরে যাওয়া সিরিজ শেষ হওয়ার আগেই চোটে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে হারায় বাংলাদেশ ক্রিকেট দল। দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় কুচকিতে চোট পান শান্ত যা তাকে আফগানদের বিপক্ষে তৃতীয় ওয়ানডেসহ টাইগারদের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজ থেকেও ছিটকে দেয়। এবার তার বিকল্প ঘোষণা করেছে বাংলাদেষ ক্রিকেট বোর্ড। শান্তর বদলি হিসেবে টেস্ট দলে ডাক পেয়েছেন শাহাদাত হোসেন দিপু।
ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ টেস্ট দলে পরিবর্তন এসেছে। চট্টগ্রাম বিভাগের ব্যাটার শাহাদাত হোসেন দিপু টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন।
শান্ত চোটজনিত কারণে সিরিজ থেকে বাদ পড়ায় জাতীয় নির্বাচক প্যানেল ২২ বছর বয়সী এই ডানহাতি ব্যাটারকে দলে ডেকেছেন। শান্তকে সাইড স্ট্রেইনের কারণে এই সিরিজে আর পাওয়া যাবে না বলে নিশ্চিত করেছে বিসিবি।
এদিকে চলতি বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থ হওয়ার পর থেকে জাতীয় দলে ডাক পাননি দিপু।
২২ বছর বয়সী এই ব্যাটারের ২০২৩ সালে অভিষেকের পর এখন পর্যন্ত চারটি ম্যাচ খেললেও উল্লেখযোগ্য কিছু করতে পারেননি যদিও ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করেছেন। ৪টি টেস্টে করেছেন মোটে ১১৮ রান। তবে উইন্ডিজ সফরে তার ব্যাটে ভালো কিছুর প্রত্যাশায় থাকবে টাইগাররা।
এদিকে, শান্তর অনুপস্থিতিতে অধিনায়কত্ব মেহেদী হাসান মিরাজের হাতেই যাচ্ছে বলে মনে করা হচ্ছে। অ্যান্টিগায় আগামী ২২ নভেম্বর প্রথম টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। এরপর ৩০ নভেম্বর থেকে জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট। সাদা পোশাকের লড়াই শেষে দুই দল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড : সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।
মন্তব্য করুন