১০৬ বলে ফিফটি করলেন মেহেদী হাসান মিরাজ। অনেক দিন পর ওয়ানডেতে এমন কোনো কিছু দেখল বাংলাদেশ। বলের হিসেবে যেটা রীতিমতো রেকর্ড পর্যায়ে পৌঁছে গেছে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে মিরাজের এমন মন্থর ফিফটির পর সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা দেখা গেছে।
বাংলাদেশের ক্রিকেটে মন্থর ফিফটির কিছু রেকর্ড খুঁজে দেখা গেছে মিরাজও আছেন তাদের দলেই। ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ১১৩ বল খেলে মন্থর ফিফটি করার রেকর্ড আছে জাভেদ ওমরের। পরের অবস্থানে মেহরাব হোসেন অপি, খেয়েছেন ১১২ বল। মোহাম্মদ আশরাফুল ও জাভেদ ওমরের আরেকটি আছে সমান ১০৮ বলের।
এ তালিকায় মিরাজও জায়গা করে নিলেন ১০৬ বলে ফিফটি করে। তবে মিরাজের চেয়ে কম বলে ফিফটি আছে মেহরাব জুনিয়র (১০৫), জুনায়েদ সিদ্দিকি (১০৫) ও রাজিন সালেহ (১০২)।
মন্তব্য করুন