স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০১:৩৬ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতের অবস্থানে মিয়াঁদাদ-ইনজামামের ক্ষোভ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের না আসাকে ভালোভাবে নেয়নি পাকিস্তানের সাবেকরা । ছবি : সংগৃহীত
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের না আসাকে ভালোভাবে নেয়নি পাকিস্তানের সাবেকরা । ছবি : সংগৃহীত

২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল পাকিস্তানে গিয়ে খেলবে কি না, তা নিয়ে ভারতের অনমনীয় অবস্থান পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটারদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তা মহসিন নকভি জানিয়েছেন, আইসিসি চিঠি দিয়ে জানিয়েছে যে ভারত দল পাকিস্তানে আসতে রাজি নয়। এই অবস্থান পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদ ও ইনজামাম-উল-হকের মতো ব্যক্তিত্বদের ক্ষুব্ধ করেছে।

জাভেদ মিয়াঁদাদ সরাসরি ভারতকে বয়কটের আহ্বান জানিয়ে বলেন, পাকিস্তানের ক্রিকেট ভারতের সঙ্গে না খেলেও টিকে থাকবে এবং উন্নতি করবে। তিনি বলেন, ‘এটি একেবারেই হাস্যকর। যদি ভারত খেলতে না আসে, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি তাদের ছাড়া চলুক। আমরা ইতোমধ্যেই প্রমাণ করেছি, ভারতের সঙ্গে না খেলেও পাকিস্তানের ক্রিকেট টিকে থাকবে এবং আরও উন্নতি করবে।’

মিডিয়ার বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেল চায়, যেখানে তাদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। তবে আইসিসি এখনও এই প্রস্তাবে কোনো সিদ্ধান্ত জানায়নি। এর আগে ২০২৩ সালে এশিয়া কাপে পাকিস্তান আয়োজক হলেও ভারতীয় ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছিল।

ভারত ১৬ বছর ধরে পাকিস্তানে কোনো ক্রিকেট ম্যাচ খেলতে যায়নি, এমনকি সাম্প্রতিক বছরগুলোতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড পাকিস্তানে পূর্ণাঙ্গ সিরিজ খেললেও ভারত তা থেকে বিরত থেকেছে। ইনজামাম-উল-হক মনে করেন, ভারতের এই অবিচল অবস্থান পাকিস্তানের ক্রিকেটের জন্য ক্ষতিকর। তিনি বলেন, ‘পাকিস্তানে ভারতের নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই। বরং তাদের জন্য সেরা আতিথেয়তার ব্যবস্থা করা হবে।’

আরেক সাবেক অধিনায়ক রশিদ লতিফ ভারতের অবস্থানকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘যখন সব দল পাকিস্তানে এসে খেলছে, তখন ভারতের এ সিদ্ধান্ত সম্পূর্ণ রাজনৈতিক। এটা ক্রীড়া ক্ষেত্রে কখনোই মেনে নেয়া যায় না।’

২০২৫ সালের ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কেননা ২০০৯ সালের পর এটি পাকিস্তানে প্রথম বড় কোনো আইসিসি ইভেন্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকাসক্ত ছেলেকে কারাগারে দিলেন মা

কপ২৯-এর এনসিকিউজি টেক্সট হতাশাজনক : পরিবেশ উপদেষ্টা

তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে নিরাপদ থাকবে যেসব দেশ

সাভারের তরুণীর টানে ঢাকায় কোরিয়ান যুবক

‘আ.লীগের মতো চোর পৃথিবীতে আর নেই’

‘উড়ন্ত চক্ষু হাসপাতালের সঙ্গে কাজ করতে আগ্রহী বাংলাদেশ’

সেন্টমার্টিন নিয়ে ব্যাখ্যা দিলেন পর্যটন উপদেষ্টা

যুবলীগ নেতার বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার

টেনিসে বাংলাদেশের আরেকটি জয়

ইসরায়েলের মৃত্যু দেখছে ইরান

১০

‘বাংলাদেশের সব জায়গায় নির্বাচনের বাতাস বইতে শুরু করেছে’

১১

শিরোপা দিয়ে কিংসের মৌসুম শুরু

১২

নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে ইতালি

১৩

জামায়াত রাজনীতিকে ব্যবসা হিসেবে নেয় না : সেলিম উদ্দিন

১৪

২৩ রানের জন্য ফেরারি মিস আর্যবীরের

১৫

বড় যুদ্ধ বাধলে যেসব দেশকে পাশে পাবে রাশিয়া

১৬

মেসির কণ্ঠে বার্সেলোনার প্রশংসা

১৭

‘জনগণের বিরুদ্ধে গেলে সরকারকে এক সেকেন্ডও দেওয়া হবে না’

১৮

আইসিসির চুক্তিতে সই করা ১২৪ দেশে গেলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু

১৯

বিএনপিকে ক্ষমতায় আনতে জনগণ উদগ্রীব : আমান

২০
X