আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির কাউন্ট ডাউন আগেই শুরু হয়েছে। টুর্নামেন্টের ১০০ দিন আগে সোমবার লাহোরে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। বিশেষ পরিস্থিতিতে সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। অনুষ্ঠান বাতিলের একদিন আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পাকিস্তানে দল না পাঠানোর কথা আইসিসিকে জানিয়ে দেওয়া হয়।
২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা। এখনো চূড়ান্ত সূচি ঘোষণা হয়নি। আইসিসির এক কর্মকর্তা রোববার বলেছেন, ‘টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করা যায়নি। আয়োজক ও অন্য অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে সূচি নিয়ে এখনো আলোচনা চলছে। সূচি চূড়ান্ত হয়ে গেলে নির্দিষ্ট পদ্ধতি মেনে ঘোষণা করা হবে।’
পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি শনিবার বলেন, ‘আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। কোনো দেশ পাকিস্তানে দল পাঠাতে না চাইলে, লিখিতভাবে নির্দিষ্ট কারণ জানতে হবে। এখন পর্যন্ত হাইব্রিড মডেলে প্রতিযোগিতা আয়োজন নিয়ে আমাদের সঙ্গে কেউ কথা বলেনি।’
আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত, পাকিস্তান ছাড়াও খেলার কথা আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার।
মন্তব্য করুন